East Bengal : প্রচারের আড়ালে বৈঠকে বসল ইস্টবেঙ্গল

বৈঠকে বসেছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। প্রচারের আলোকের বাইরে বুধবার হয়েছে এই বৈঠক। নবান্নে সাংবাদিক সম্মেলনের পর এই প্রথম ইস্টবেঙ্গল এবং ইমামি (Emami) কর্তারা আলোচনায়…

বৈঠকে বসেছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। প্রচারের আলোকের বাইরে বুধবার হয়েছে এই বৈঠক। নবান্নে সাংবাদিক সম্মেলনের পর এই প্রথম ইস্টবেঙ্গল এবং ইমামি (Emami) কর্তারা আলোচনায় বসেছিলেন বলে জানা গিয়েছে।

কিছু দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের Mamata Banerjee) সাহায্যে নতুন বিনিয়োগকারীর সঙ্গে পথ চলা শুরু করেছিল ইস্টবেঙ্গল ক্লাব। এরপর গত শনিবার বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল। যদিও সে ব্যাপারে আর কিছু জানা যায়নি।

   

এরপর এদিন, বুধবার ইস্টবেঙ্গল এবং কোম্পানির মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দুই পক্ষের মধ্যে কথাবার্তা আশাপ্রদ হয়েছে বলেই খবর। 

ফুটবল মহলে গুঞ্জন, আসন্ন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের জন্য ক্লাবে বিনিয়োগ করতে পারে ইমামি। কলকাতা ফুটবল লিগ সহ অন্যান্য টুর্নামেন্টে অন্য কোনো স্পনসর দেখা গেলেও যেতে পারে বলে অনেকে মনে করছেন। যদিও এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।