ইস্টবেঙ্গল (East Bengal )ও ইমামির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। খসড়া চুক্তি নিয়ে আলোচনা করার পর দুই পক্ষ বেশিরভাগ বিষয়ে এক মত। ক্লাব অনুগামীদের অনেকে নতুন করে দেখতে শুরু করেছিলেন আশার আলো।
ইতিবাচক খবর প্রকাশের পর থেকে নতুন জল্পনা শুরু হয়েছিল। অনেকে দাবি করেছিলেন যে বৃহস্পতিবারেই হয়তো চূড়ান্ত চুক্তি পত্র তৈরি হয়ে যাবে। সেই সঙ্গে সইয়ের ব্যাপারেও হয়তো আরো একটু ভালো খবর পাওয়া যেতে পারে। কিন্তু কোথায় কি!
এদিন ক্লাব ও কোম্পানির মধ্যেকার চুক্তির ব্যাপারে বাজার গরম করা কোনো খবর শোনা যায়নি। এই মুহূর্তে সই প্রসঙ্গে যেমন ইতিবাচক খবর নেই, তেমনই পূরণ হয়নি সমর্থকদের প্রত্যাশা। জল্পনাটাও হয়তো সত্যি হল না।
এদিন ক্লাবের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে ইনভেস্টর প্রসঙ্গ উল্লেখ করা ছিল। লেখা, “ফুটবলের জন্য আমরা গতকাল ইনভেস্টরের সঙ্গে আলোচনায় বসেছিলাম। সমস্ত বিষয়টা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে এগোচ্ছে।” ব্যাস, এইটুকুই। এর বাইরে বিনিয়োগকারী সম্পর্কে বৃহস্পতিবার বড় কোনো আপডেট পাওয়া যায়নি।