Calcutta League: ঘরের মাঠে ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

ফের ড্র। কলকাতা লিগের (Calcutta League) গত ম্যাচে উয়াড়ী দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় আসলেও আজ ঘরের মাঠে ভবানীপুর ক্লাবের (Bhawanipore FC) কাছে আটকে গেল ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র দল।

East Bengal, Bhawanipore FC

ফের ড্র। কলকাতা লিগের (Calcutta League) গত ম্যাচে উয়াড়ী দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় আসলেও আজ ঘরের মাঠে ভবানীপুর ক্লাবের (Bhawanipore FC) কাছে আটকে গেল ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র দল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ১-১ গোল।

ভবানীপুর দলের হয়ে গোল করেন সুভাষ সিং। ইমামি ইস্টবেঙ্গল দলের হয়ে গোল করেন দ্বীপ সাহা। আজকের এই ড্র করার ফলে গ্রুপ বিন্যাসের ক্ষেত্রে কলকাতার এই প্রধান ক্লাবের থেকে বেশ কিছুটা এগিয়েই থাকল গতবারের রানার্স আপ ভবানীপুর।

উল্লেখ্য, গত উয়াড়ী ম্যাচে দাপুটে জয়ের পর আজ শুরু থেকেই যথেষ্ট ফুরফুরে থেকেছে লাল-হলুদ ফুটবলাররা। তবে যেনো তেনো ভাবে শক্তিশালী ভবানীপুরকে আটকানোই অন্যতম লক্ষ্য ছিল লাল-হলুদের। তবে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল দলের ফুটবলারদের চোটের সমস্যা। আসলে গত ম্যাচে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন আমন সিকে থেকে শুরু করে সার্থক গোলুই, অতুল উনিকৃষ্ণন সহ নিরঞ্জনের মতো ফুটবলাররা।

যার দরুণ প্রথম একাদশ সাজাতে কার্যত নাজেহাল দশা দেখা দেয় কোচ বিনো জর্জের। তবে শেষ পর্যন্ত দ্বীপ সাহাদের মতো ফুটবলারদের সামনে রেখে মাঠে নামে ইস্টবেঙ্গল। এমনকি এডুইন সিডনি ভান্সপলকে ও আনা হয় দলে।

Advertisements

তবে শক্তিশালী ভবানীপুরকে আটকাতে কার্যত নাজেহাল দশা দেখা দেয় প্রথমার্ধে। একের পর এক মিস পাসের পাশাপাশি ফিনিশের অভাব যথেষ্ট ভোগায় গোটা দলকে। সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচের ৩০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ভবানীপুরের সুভাষ সিং।

প্রথমার্ধে সেই গোলেই এগিয়ে থাকে দল। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান দ্বীপ সাহা। বলাবাহুল্য, প্রথমার্ধে খুব একটা প্রভাব ফেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে প্রবল তেজে জ্বলে ওঠে ইস্টবেঙ্গল। যারফলে, গোল শোধ করার পাশাপাশি লড়াকু মেজাজে দেখা যায় গোটা দলকে।