East Bengal : হ্যাটট্রিক করা ফরোয়ার্ডকে সই করানোর খুব কাছে লাল-হলুদ কর্তারা

East Bengal

এক ভারতীয় ফরোয়ার্ডকে সই করানোর খুব কাছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। কলকাতা লিগে হ্যাটট্রিক রয়েছে তাঁর নামের পাশে। কেরালার এই ফুটবলারকে নিয়ে আগেও জল্পনার পালে হওয়া লেগেছিল। 

শোনা যাচ্ছে, টিএম বিষ্ণুকে চূড়ান্ত করার খুব কাছে রয়েছেন লাল হলুদ ক্লাব কর্তারা। কথাবার্তা অনেক দূর এগিয়েছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ভারতীয় এই স্ট্রাইকার ২০২১ সালে হ্যাটট্রিক করেছিলেন। খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে পরপর তিনটি গোল করেছিলেন তিনি। সেই ম্যাচে এরিয়ান জিতেছিল ৪-১ গোলে।

   

খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বিষ্ণুর খেলা নজর কেড়েছিল ফুটবল প্রেমীদের। হেডে দক্ষতা, অফ সাইডের জাল ভেদ করে পিছনে থেকে দৌড়ে এসে গোল, প্লেসমেন্ট ইত্যাদির মেলবন্ধন ঘটিয়েছিলেন সেই ম্যাচে। এমন একজনকে তুলে আনার জন্য বাহবা পেয়েছিল এরিয়ান ক্লাব।

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে টিএম বিষ্ণুকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা। এরপর মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফুটবল মহলে ফের শুরু হয়েছে কানাঘুষো। একাংশের অনুমান, ইস্টবেঙ্গল বিষ্ণুকে প্রায় চূড়ান্ত করেই ফেলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন