এবারের এই মরশুমে সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধে প্রায় তিনবার পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যা দেখে রীতিমতো হতাশ সমর্থকদের একটা বিরাট অংশ। দলের এই ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জেরে মাঠে যাওয়া ও কমিয়ে দিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ শিবির। আজ সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া তারা। এবার রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে এটিকে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল।
তবে এটি জুনিয়র ফুটবলারদের টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হলেও দুই প্রধান থেকে কম করে ৫-৬ জন করে ফুটবলার কে খেলতে দেখা যাবে। বর্তমানে পূর্বাঞ্চলীয় মোট ৭ টি দলের মধ্যে এখনো পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। এখনো পর্যন্ত তারা পরাজিত করেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব,নিউ আলিপুর সুরুচি সংঘ ও ওডিশা এফসির মতো দল গুলিকে।
অপরদিকে, টুর্নামেন্টের শুরুতেই এটিকে মোহনবাগান ৬-১ ব্যবধানে মহামেডান স্পোর্টিং কে পরাজিত করলেও গত ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে আটকে গিয়েছে তারা। তাই আজ জিততে পারলেই গ্রুপের শীর্ষস্থানে চলে আসবে সবুজ-মেরুন ব্রিগেড। সেইমতো নিজেদের দল সাজাচ্ছে এটিকে মোহনবাগান। আজ জেতার জন্য মরিয়া রিকি সাবং থেকে শুরু করে সুহেল ভাট ও ফারদিন আলির মতো ফুটবলাররা। অন্যদিকে হারের যন্ত্রণা ভুলে জয় পেতে মরিয়া অধিনায়ক তুহিন দাসের ইমামি ইস্টবেঙ্গল।