HomeSports NewsEast Bengal: তিন পয়েন্ট নিয়েই শহরে ফিরতে চায় লাল-হলুদ

East Bengal: তিন পয়েন্ট নিয়েই শহরে ফিরতে চায় লাল-হলুদ

চলতি মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীতে নিজেদের ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। এবারের কলিঙ্গ সুপার কাপে একের পর এক শক্তিশালী ফুটবল ক্লাবকে হারিয়ে ট্রফি জিতেছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। যারফলে প্রায় এক যুগ পর জাতীয় স্তরের কোন খেতাব ঢুকেছে লাল-হলুদ শিবিরে। যা নিঃসন্দেহে খুশির সঞ্চার ঘটিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে।

- Advertisement -

তবে আইএসএলের দ্বিতীয় লেগ শুরু হতেই ফের ছন্দপতন। প্রথম ম্যাচে চিরপ্রতিবন্ধী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে ম্যাচ ড্র করলেও পরবর্তীতে ফের হারের মুখ দেখতে হয় ফুটবলারদের। ‌হোম ম্যাচ হোক কিংবা অ্যাওয়ে ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেড থেকে শুরু করে শক্তিশালী মুম্বাই সিটির মতো দলের কাছেও আটকে যেতে হয় তাদের। তবে এবার পুরো পয়েন্ট নিজেদের ঝুলিতে তুলতে চায় লাল-হলুদ।

   

উল্লেখ্য, দ্বিতীয় লেগে হায়দরাবাদ এফসির পাশাপাশি ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির বিপক্ষে জয় আসলেও পরবর্তীতে তা ধরে রাখা সম্ভব হয়নি। গত ম্যাচে তাদের পরাজিত হতে হয়েছে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে। পিভি বিষ্ণুর করা গোলে প্রথমদিকে ময়দানের এই প্রধান এগিয়ে গেলেও তা ধরে রাখা সম্ভব হয়নি।

তাই অ্যাওয়ে ম্যাচ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে প্রথম ছয় নম্বরে স্থান করে নেওয়া অনেকটাই মুশকিল হয়ে গিয়েছে ক্লেটনদের। এখন প্রতিটি ম্যাচ তাদের কাছে ডু অর ডাই ম্যাচ। সেজন্য নিজেদের পূর্ণ শক্তি দিয়ে বাকি ম্যাচগুলিতে সফল হতে চাইছেন দলের স্প্যানিশ কোচ।

আজ সন্ধ্যায় খেলোয়াড়দের বেশ কয়েকটি ছবি আপলোড করা হয়। যেখানে কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায় দলের সকলকে। অন্যান্যদের পাশাপাশি স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো ও ছিলেন সেখানে। মানালো মার্কেজের ঘরের মাঠ থেকে দল যে ৩ পয়েন্ট পেতে মরিয়া তা এক কথায় পরিষ্কার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular