MS Dhoni: ধোনি ফিরবেই, আশাবাদী ব্রাভো

Dwayne Bravo Reveals Dhoni's Future Plans, Assures His Presence in Cricket Beyond This Year

সিএসকে দলে ধোনির (MS Dhoni) প্রাক্তন সতীর্থ তথা বর্তমান বোলিং কোচ ডোয়াইন ব্রাভো জানান যে পরের বছরও ধোনি খেলবেন। এ বিষয়ে ব্রাভো এক সাক্ষাৎকারে বলেন, “১০০ ভাগ! বিশেষ করে, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসায় তো সুবিধাই হয়েছে। এটি ওঁর ক্যারিয়ারকে আরো দীর্ঘায়িত করবে।”

ব্রাভো আরো বলেন, “ও অনেক নিচে নামে। দলে অজিঙ্ক রাহানে আর শিবম দুবের মতো ছেলেরা থাকায় অনেক সুবিধা হয়েছে। আপনার তো ধোনির থেকে বেশি কিছু দরকার নেই, চাপের সময় দলকে ঠান্ডা রাখতে ও ভীষণ ভালো পারে।”

   

ধোনি অবশ্য তারঁ অবসর নিয়ে খোলসা করে কিছুই বলেনি। “শেষ অধ্যায়” বলায় ম্যাচ প্রেসেন্টরকে বলে বসলেন মাহি, “এটা আপনারা ঠিক করেছেন। আমি নই!” শেষ দিন যেমন, ম্যাচের শেষে এসে বলে গেলেন, আট-ন’মাস সময় আছে, পরে ভাবা যাবে। এখন ভেবে নাকি লাভ নেই। আগামীকাল, অর্থাৎ রবিবার ধোনির চেন্নাই আহমেদাবাদে ফাইনাল খেলবে গুজরাট টাইটানসের বিরুদ্ধে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন