ইভান গঞ্জালেজ ছাড়া বর্তমানে আর কোনও বিদেশি নিশ্চিত নয় ইস্টবেঙ্গলের ( East Bengal)। এদিকে আর হাতে গোনা কয়েক দিনের মধ্যে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ।ট্রান্সফার উইন্ডো’ বন্ধ হতে এখনও বেশ কিছুটা সময় বাকী আছে , তাই হয়তো লাল হলুদ ব্রিগেড বিদেশি বাছাই করার ক্ষেত্রে খানিকটা ধীরে চলো নীতি নিচ্ছে৷
কিন্তু এমন অবস্থা জারি থাকলে ইস্টবেঙ্গল ক্লাব আদৌও বিদেশি’দের নিয়ে খেলতে নামবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।ফুটবল বিশেষজ্ঞ’রা মনে করছেন ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টে কোনও বিদেশি ফুটবলার ছাড়াই খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড।
এদিকে ইস্টবেঙ্গল ক্লাবের র্যাডারে থাকা রহিম আলী তার বর্তমান ক্লাব চেন্নাইয়িন এফসি’র সাথে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলো।২০২৪ সাল অবধি চেন্নাইয়িনে থাকছেন ভারতীয় ফরোয়ার্ড রহিম আলী।মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে তার সংশ্লিষ্ট ক্লাবের তরফে।
২০১৯-২০ সালে চেন্নাইয়িন খেলেছিলো আইএসএলের ফাইনাল। সেইবার দক্ষিণের এই ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন রহিম।গত তিন বছরে সংশ্লিষ্ট ক্লাবের হয়ে ৪০ টা ম্যাচ খেলেছিলেন রহিম। ” চেন্নাইয়িন এফসি’তে পুনরায় সই করে দারুণ লাগছে।আমার মাথায় ক্লাব ছাড়ার কোনও রকম পরিকল্পনা’ই ছিলোনা কখনও।” – এমনটাই জানিয়েছেন রহিম।
২২ বছর বয়সী এই ভারতীয় ফরোয়ার্ড বর্তমানে ভারতের জাতীয় দলের নিয়মিত সদস্য।গতবছর সেপ্টেম্বর মাসে দেশের হয়ে অভিষেক করার পর এখনও অবধি ছয়টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
গতবছর সাফ কাপ জিতেছিলো ভারত।সেই দলে ছিলেন রহিম।সাবস্টিটিউট হিসেবে তিনটি ম্যাচ খেলেছিলেন,খেলেছিলেন নেপালের বিরুদ্ধে ফাইনালেও।ফাইনালে একটি গোল করিয়েছিলেন।
২০১৭ সালে অনূর্ধ – ১৭ বিশ্বকাপ খেলেছিলো ভারত।দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন রহিম।এছাড়া ইন্ডিয়ান অ্যারোজের হয়ে আইলিগে খেলেছিলেন ৩১ টা ম্যাচ।