ডুরান্ড অভিযানে নামছে ATK Mohun Bagan, কেমন হতে পারে সবুজ মেরুন প্রথম একাদশ

সন্ধ্যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম‍্যাচের মধ্যে দিয়ে ডুরান্ড অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) । দেখে নিন সবুজ মেরূনের…

Durand Cup

সন্ধ্যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম‍্যাচের মধ্যে দিয়ে ডুরান্ড অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) । দেখে নিন সবুজ মেরূনের সম্ভাব্য প্রথম একাদশ।

এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর অত্যন্ত পছন্দের ফর্মেশন ৪-২-৩-১।আজ হয়তো সেই ফর্মেশনে দল নামাতে পারেন সবুজ মেরুন কোচ।
গোলকিপার পজিশনে শুরু করতে পারেন বিশাল কেইথ।তবে মোহন কোচের নজর কেড়েছে আর্শদীপ’ও।তাকেও তিনকাঠির তলায় দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

   

ডিফেন্সে লেফটব‍্যাক পজিশনে খেলতে পারেন শুভাশিস বোস এবং রাইট ব‍্যাকে আশিস রাই।দলের দুই সেন্ট্রাল ডিফেন্ডার পোগবা এবং প্রীতম কোটাল’কে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি।পাশাপাশি দুই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারেন প্রনয় হালদার এবং জনি কাউকো।বেঞ্চ থেকেই শুরু করতে পারেন কার্ল ম‍্যাকঘিউ।

লেফট উইংয়ে আশিক করুনিয়ান এবং রাইট উইংয়ে মনবীর সিং’কে দেখা যেতে পারে।এবং প্লে মেকারের কাজটা সামলাবেন হুগো বৌমস।কারণ কোচ হুগো – কাউকো জুটি’তেই বাজিমাত করতে চাইবেন।একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন লিস্টন কোলাসো।
ডুরান্ড কাপের এটিকে মোহনবাগানের স্কোয়াড:

গোলকিপার – বিশাল কাইথ, অর্শ আনোয়ার, অভিলাষ পাল, দেবনাথ মণ্ডল

Advertisements

ডিফেন্ডার – ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশিস রাই, দীপক টাংরি, সুমিত রাঠি, রভী রানা

মিডফিল্ডার – জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস, প্রণয় হালদার, লেনি রডরিগেজ, লালরিনলিনা হামতে, অভিষেক সূর্যবংশী, রিকি সাবং ও এনসন সিংহ

ফরওয়ার্ড – লিস্টন কোলাসো, দিমিত্রিচ পেত্রাতোস, মনবীর সিংহ, আশিক কুর্নিয়ান, কিয়ান নাসিরি গিরি, ফারদিন আলি মোল্লা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News