Home Sports News East Bengal: ডার্বিতে কারা থাকলেন লাল-হলুদের একাদশে

East Bengal: ডার্বিতে কারা থাকলেন লাল-হলুদের একাদশে

East Bengal's Lineup

কিছু মিনিট মাত্র, তারপরেই শুরু হয়ে যাবে মরশুমের প্রথম কলকাতা ডার্বি। এখন সেদিকেই নজর সকলের। বিগত কয়েকদিন ধরে টিকিট নিয়ে ময়দান সরগরম থাকার পর বর্তমানে যুবভারতীতে ভিড় জমিয়েছেন দুই দলের সমর্থকরা। একদিকে যেমন মোহনবাগান দলের টানা ৯ বার ডার্বি জয়ের হাতছানি রয়েছে ঠিক তেমনভাবেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই লাল-হলুদের (East Bengal)। শেষ পর্যন্ত কাদের হবে জয়? তার উত্তর মিলবে ম্যাচের পর।

Advertisements

এক নজরে দেখে নেওয়া যাক ইমামি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ। পূর্ব পরিকল্পনা মতো দলের তিনকাঠি সামলাবেন প্রভসুখন সিং গিল। পাশাপাশি দলের রক্ষনভাগ সামাল দেওয়ার দায়িত্বে থাকছেন মন্দাররাও দেশাই, লালচুংনুঙ্গা, হরমনজোত সিং খাবরা ও জর্ডন এলসে। একইভাবে দলের মাঝমাঠের লড়াইয়ে থাকছেন সাউল ক্রেসপো, বোরহা হেরেরা, সৌভিক চক্রবর্তী। দলের দুই উইং সামাল দেবেন যথাক্রমে নন্দকুমার শেখর ও নাওরেম মহেশ সিং।

   

পাশাপাশি দলের হয়ে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন জাভিয়ের সিভেরিও টোরো। রিজার্ভে থাকছেন অতুল , তুহিন, মোবাশিররা। পুরোনো তারকা হরমনজোত সিং খাবরার নেতৃত্বে আজ মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড।

Advertisements