Odisha FC: ডুরান্ড জয়ী ফুটবলারকে দলে নিচ্ছে ওডিশা

দল বদলের বাজারে সক্রিয় রয়েছে ওডিশা এফসি (Odisha FC)। ইতিমধ্যে এক ঘরোয়া ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছে বলে শোনা যাচ্ছে। ডুরান্ড কাপ জয়ী ফুটবলারকে ওডিশা এফসি…

durand cup winner rohit kumar may join odisha fc

দল বদলের বাজারে সক্রিয় রয়েছে ওডিশা এফসি (Odisha FC)। ইতিমধ্যে এক ঘরোয়া ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছে বলে শোনা যাচ্ছে। ডুরান্ড কাপ জয়ী ফুটবলারকে ওডিশা এফসি নিশ্চিত করেছে বলে খবর।

Odisha FC: মোহনবাগান-মুম্বইকে টক্কর দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করতে পারে ওডিশা

   

রোহিত কুমার (Rohit Kumar) নতুন দলে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। ওডিশা এফসিকে তাঁকে চূড়ান্ত করেছে বলে খবর. রোহিত কুমার বেঙ্গালুরু এফসির হয়ে ২০২২ সালে জিতেছিলেন ডুরান্ড কাপ।

সাতাশ বছর বয়সী রোহিত ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন ইতিমধ্যে। তাঁর খেলা ভারতের জাতীয় দলের হেড কোচ ইগোর স্টিম্যাচের চোখে পড়েছিল। সুযোগ পেয়েছিলেন টিম ইন্ডিয়ায়। ভারতের সিনিয়র দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। ভারতের হয়ে ইতিমধ্যে তিনটি ট্রফি জেতার স্বাদ পেয়েছেন তিনি। ২০২৩ সালে তিনি জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ, ট্রাই নেশন সিরিজ, ইন্টারকন্টিনেন্টাল কাপ।

Hira Mondal: হীরা মন্ডল এখন কী করছেন? নিজেই দিলেন আপডেট

২০১৬-১৭ মরসুমে আই লিগের দল ডিএসকে শিভাজিয়ান্সের হয়ে খেলে নজর কেড়েছিলেন রোহিত কুমার। তারপর থেকে খেলছেন ইন্ডিয়ান সুপার লিগ। পুনে সিটি, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি হয়ে টানা খেলেছেন। নামের পাশে রয়েছে গোল. নতুন মরসুমে খেলতে পারেন ওডিশা এফসির হয়ে।