Durand Cup : স্থানীয় দলের কাছে হেরে ছিটকে গেল ISL ক্লাব

Durand Cup-এ অঘটন। আসামের স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে হেরে টুর্নামেন্টে অভিযান শেষ করল ইন্ডিয়ান সুপার লীগের দল ওড়িশা এফসি। শনিবারের ম্যাচে Bodoland ফুটবল ক্লাবের বিরুদ্ধে হেরে গিয়েছে ওড়িশা এফসি।

Bodoland FC and Odisha FC

Durand Cup-এ অঘটন। আসামের স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে হেরে টুর্নামেন্টে অভিযান শেষ করল ইন্ডিয়ান সুপার লীগের দল ওড়িশা এফসি। শনিবারের ম্যাচে Bodoland ফুটবল ক্লাবের বিরুদ্ধে হেরে গিয়েছে ওড়িশা এফসি। তিনটি গোল হয়েছে ম্যাচে।

তরুণ প্রতিভাধর ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছিল ওড়িশা এফসি। Durand Cup-এ প্রত্যাশা মতো খেলতে পারেনি সৈকত নগরীর এই ক্লাব। অন্য দিকে ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে উল্লেখযোগ্য কিছু করে দেখাতে মরীয়া ছিল আসামের Bodoland ফুটবল ক্লাব। এদিন তারা ২-১ গোল ওড়িশার দলটিকে হারিয়ে দিয়েছে। পরাজয়ের ফলে Durand Cup-এ শেষ হল ওড়িশা এফসির অভিযান।

কোচ অমিত রানা আগামী দিনের সম্ভাব্য তারকাদের নিয়ে দল সাজিয়েছিলেন। অন্য দিকে প্রতিপক্ষ নামিয়েছিল পূর্ণ শক্তির দল। তাদের হারানোর কিছু ছিল না। জয়ের জন্য মরীয়া ছিল তারা। বৃষ্টি ভেজা মাঠে দুই দলের ম্যাচ হয়েছে উভোগ্য । গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। হাড্ডাহাড্ডি খেলা হলেও বিরতির আগে পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর গোল করে ম্যাচে এগিয়ে গিয়েছিল ওড়িশা এফসি। ৬২ মিনিটে পুংতের গোল এগিয়ে যায় দল। ম্যাচের অন্তিম কোয়ার্টারে আক্রমণে ঝড় তুলেছিল Bodoland ফুটবল ক্লাব। পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেয় তারা। ৮০ মিনিটে স্কোরলাইন ১-১ করেন মানেশ্বর। ৯০ মিনিটে Bodoland ফুটবল ক্লাবের হয়ে জয় সূচক গোলটি করেন বেন্দা।