Durand Cup: কবে থেকে শুরু ডুরান্ড কাপ? জানুন নির্ঘণ্ট

Durand Cup

অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে জানিয়ে দেওয়া হল ডুরান্ড কাপের (Durand Cup) সময় নির্ঘন্ট। সেই অনুযায়ী আগামী আগস্ট মাসের ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। এক্ষেত্রে শহর কলকাতা সহ শিলং, গোয়াহাটি ও কোঝিকোড়কে ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। যারফলে, আসন্ন এই ১৩২ তম ডুরান্ড কাপে মোট ৪ টি শহরে সমস্ত ফুটবল ম্যাচ গুলি আয়োজিত হবে।

Advertisements

গত মরশুমের শেষের দিকেই এই টুর্নামেন্টের প্রসারের কথা জানিয়ে ছিল ডুরান্ড কাপ কমিটি। সেই কথা কে মান্যতা দিয়েই আসন্ন এই টুর্নামেন্টে নর্থইস্ট কে নির্বাচিত করা হয়েছে। তবে আগের বারের মতো এবারও ডুরান্ড কাপের মতো এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা। তবে এখানেই শেষ নয়। আসন্ন এই টুর্নামেন্টে বাড়তে চলেছে দলের সংখ্যা।

   
Advertisements

সব ঠিকঠাক থাকলে আগত এই ডুরান্ড কাপে অংশ নেবে শিলং লাজং এফসি। যারফলে, লড়াই যে আরো জোরদার হতে চলেছে, তা কিন্তু বলাই চলে। অন্যদিকে গতবারের বিজয়ী দল বেঙ্গালুরু এফসি চাইছে এবারও নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে। সেইমতো দল গঠনের দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। গতবার কলকাতার বুকে মুম্বাই সিটি এফসি কে হারিয়ে রাহুল ভেকেদের সামনে থেকে ট্রফি নিয়ে গিয়েছিল সুনীল ব্রিগেড। আসন্ন মরশুমে সেই বদলা নিতে মরিয়া গোটা মুম্বাই দল।