Durand Cup: মহামেডান ক্লাব থেকে পাওয়া যাচ্ছে টিকিট

মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan Sporting Club) চলতি ডুরান্ড কাপে (Durand Cup) দুরন্ত পারফরম্যান্সের জোরে সেমিফাইনালে। টুর্নামেন্ট শুরুর সময় থেকেই একটা দল হিসেবে টোটাল ফুটবল খেলে…

Durand Cup Tickets

মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan Sporting Club) চলতি ডুরান্ড কাপে (Durand Cup) দুরন্ত পারফরম্যান্সের জোরে সেমিফাইনালে। টুর্নামেন্ট শুরুর সময় থেকেই একটা দল হিসেবে টোটাল ফুটবল খেলে দর্শকদের ‘জানে’ জান ফিরিয়ে দিয়েছে মার্কাস জোসেফরা।ডুরান্ডের গ্রুপ ‘এ’তে খড়কুঁটোর মতো উড়ে গিয়েছে প্রতিপক্ষ এফসি গোয়া, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

দীর্ঘ ৪০ বছর পর মহামেডান স্পোটিংর হেডকোচ আন্দ্রে চেরনশিভের কোচিংএ ক্লাবে ঢুকেছে কলকাতা লীগ।হাতছানি দিচ্ছে ডুরান্ড কাপ।এমন আবহে ১৪ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে সেখ ফৈয়াজরা। আর এই ম্যাচ দেখার জন্য অফলাইন টিকিট ১২,১৩,১৪ এই তিনদিন ধরে টিকিট পাওয়া যাবে মহামেডান ক্লাব তাবু থেকে। টিকিট মূল্য ৫০ টাকা।

সোমবার ক্লাব তাবু থেকে টিকিট পাওয়া যাবে বেলা ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। ১৩ এবং ১৪ তারিখ সেমিফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাবে সাদা কালো শিবির থেকে। মঙ্গলবার সকাল ১০- সন্ধ্যে ৭ টা আর বুধবার ম্যাচের দিন সকাল ১০-১ টা পর্যন্ত মহামেডান ক্লাব থেকে সমর্থকরা টিকিট পাবে। ইতিমধ্যেই অনলাইনে টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত,১৩১ তম ডুরান্ড কাপের ফাইনাল খেলা হবে ১৮ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।