এবার ডুরান্ড কাপে (Durand Cup) দুর্দান্ত ফুটবল মেলে ধরছে মহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে এফসি গোয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসিকে তিন গোলে উড়িয়ে দিয়েছে সাদা কালো শিবির। দলের পারফরমেন্সে উচ্ছ্বসিত মহামেডান সমর্থকরা। তবে এক্ষুনি বিশাল আনন্দের ব্যাপার নেই বলে মনে করছেন
মহামেডানের গোলকিপার কোচ সন্দীপ নন্দী। দলের পারফরম্যান্স প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা পরপর দুটো ম্যাচ জিতলাম আইএসএলের দলের বিরুদ্ধে। যদিও ওরা সেকেন্ড ডিভিশন অর্থাৎ রিজার্ভ টিম নিয়ে আমাদের বিরুদ্ধে খেলেছে। কিন্তু এই জয় আমাদের পক্ষে খুব ভালো। দলটা সেট হতে সময় লাগবে। পরপর দুটো জয় এবং পারফরমেন্স ছেলেদের উৎসাহ বাড়াবে। ’
একইসঙ্গে তিনি বলেন, ‘এই জয় যেমন অনুপ্রেরণা জাগাবে। তেমনি সাহসও যোগাবে পরবর্তী পর্বে ভালো খেলার জন্য। আসল লড়াই কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে। আশা করি আমরা কোয়ার্টার ফাইনালে যাব। আমাদের এই পারফরম্যান্স বজায় রাখতে হবে।এরপর শক্ত দলের বিরু্দ্ধে আমরা লড়ব। ওদের বিরুদ্ধেও একই ফুটবল মেলে ধরতে হবে।’
মহামেডান দল প্রসঙ্গে তিনি বলেন, ‘ গতবারের থেকে এবার ব্যালেন্স দল। দলে ভারসাম্য অনেক বেশি। ভালো বিদেশি রয়েছে। আশা করি আমাদের দল ভালো পারফরম্যান্স করবে।’