Durand Cup : প্রকাশ ডুরান্ডের সময়সূচি, কবে কাদের মুখোমুখি হবে তিন প্রধান?

কিছুদিন আগেই ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হয়েছে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ। যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হয়েছিল সার্দান সমিতি।

Durand Cup

কিছুদিন আগেই ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হয়েছে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ। যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হয়েছিল সার্দান সমিতি। তবে সব থেকে খুশির বিষয় হল বেশকিছু মরশুমের পর ফের কলকাতা লিগে অংশগ্রহণ করেছে ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

Advertisements

তবে তাদের তরফ থেকে ইয়ুথ ডেভলপমেন্ট লিগ খেলা ফুটবলারদের পাশাপাশি দলের জুনিয়র খেলোয়াড়দের নামানো হলেও উন্মাদনা যে কমবে না তা পরিষ্কার ছিল। সেইমতো গতকাল পাঠচক্রের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছে মোহনবাগান দল। তবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সামনে থাকায় নিরাপত্তার অভাবে বাতিল করা হয়েছে বাকি দুই প্রধানের ম্যাচ। এসবের মাঝেই এবার ঘোষিত হল আসন্ন ডুরান্ড কাপের খসড়া।

   

পূর্বেই ঘোষিত হয়েছিল ডুরান্ড কাপে ডার্বির দিনক্ষণ। সেই অনুযায়ী আগামী আগস্ট মাসের ১২ তারিখ যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের খেলা। এখন থেকেই সেই ম্যাচের অপেক্ষায় দুই দলের সমর্থকরা। তবে এবার সম্পূর্ণ সূচি আসায় জানা গেল বাকি ম্যাচ গুলির সম্পর্কে। সেই অনুযায়ী দেখতে গেলে আগামী ৩রা আগস্ট বাংলাদেশ সার্ভিসেস দলের মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। ঠিক তার পরের দিন অর্থাৎ ৪ঠা আগস্ট কিশোরভারতী স্টেডিয়ামে জামশেদপুর এফসির মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর ৬ই আগস্ট সেই কিশোরভারতী তে বাংলাদেশ সার্ভিসেস দলের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ক্লাব। এভাবেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে তিন প্রধান।

তারপর আগামী ৭ই আগস্ট যুবভারতীতে রাউন্ডগ্লাস পাঞ্জাবের মুখোমুখি হবে মোহনবাগান। কয়েকদিন পরে সেই বহু প্রতিক্ষিত কলকাতা ডার্বি। যেখানে মুখোমুখি হবে মোহন-ইস্ট দল। প্রাথমিকভাবে এটাই মোহনবাগানের শেষ ম্যাচ। তবে ঠিক তার পরেরদিন মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিছুদিন পর অর্থাৎ ১৯ তারিখ রাউন্ডগ্লাস পাঞ্জাবের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। তারপর আগামী ২২ তারিখ ইন্ডিয়ান নেভির সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সাদা-কালো শিবির।