জয় দিয়েই এবারের ডুরান্ড (Durand Cup) অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। গত মাসে তাঁরা পরাজিত করেছে ডাউনটাউন হিরোস এফসিকে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মেরিনার্সরা। এবার তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল দল। সেই ম্যাচে ও জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য ময়দানের এই প্রধানের।
কিন্তু অল্প কয়েকদিনের অনুশীলনে ফলে তাঁদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে চ্যাম্পিয়নশিপের লড়াই। তবুও এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী বাগান হেড কোচ জোসে মোলিনা। বুধবার দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মাত্র ১০ দিনের প্রশিক্ষণে সেরা হওয়া একেবারেই সম্ভব নয়। সেরা হওয়ার জন্য আমাদের আরও সময় দরকার। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে আগামীকালের ডুরান্ড ম্যাচ জেতার চেষ্টা করব।’
যতদূর জানা গিয়েছে, আগামীকালের ম্যাচে জুনিয়র ফুটবলারদের পাশাপাশি মাঠে দেখা যেতে পারে বেশকিছু বিদেশি ফুটবলারদের। সেক্ষেত্রে বারংবার উঠে এসেছে জেসন কামিন্স এবং টম অলড্রেডের নাম। এছাড়াও স্প্যানিশ ফুটবলার আলবার্তো রদ্রিগেজকে মাঠে নামানোর পরিকল্পনা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে ডার্বি ম্যাচ থেকেই মরসুম শুরু করতে পারেন গ্ৰেগ স্টুয়ার্ট।