Durand Cup: ডার্বি‌ টিকিটের অর্থ ফেরত পাবেন সমর্থকরা, জানুন‌

Durand Cup

বিস্তারিত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ১৮ই আগস্ট ছিল ডুরান্ড কাপের ডার্বি (Durand Cup Kolkata Derby ) ম্যাচ। যেখানে মুখোমুখি হত কথা ছিল কলকাতা ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। তবে বর্তমানে সময় দাঁড়িয়ে আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। যার ব্যাপক প্রভাব দেখা গিয়েছে রাজ্যজুড়ে। এই অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে শেষ মুহূর্তে ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেয় ডুরান্ড কমিটি।

পরিবর্তে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয় কতৃপক্ষের তরফে। সেটা খুব একটা ভালো ভাবে নেয়নি বাংলার ফুটবলপ্রেমীরা। পরবর্তীতে সেই নিয়ে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন দুই প্রধানের সমর্থকরা। আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি ডার্বি বাতিলের মতো ইস্যুতে উত্তাল হয়ে ওঠে শহরের রাজপথ। যার রেশ এখনও থেকে গিয়েছে সর্বত্র। তবে ম্যাচ বাতিলের পর ডার্বির টিকিটের অর্থ ফেরত দেওয়া নিয়ে ও দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা।

   

গত কয়েকদিন আগেই ম্যাচের অনলাইন টিকিটের অর্থ ফেরত দেওয়া নিয়ে বিবৃতি জারি করেছিল ডুরান্ড কতৃপক্ষ। মূলত যে অ্যাকাউন্ট থেকে টিকিট ক্রয় করা হয়েছিল সেই অ্যাকাউন্টে টাকা ফেরানোর কথা জানানো হয়েছিল তাঁদের তরফে‌। কিন্তু তবুও অফলাইন টিকিটের অর্থ ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সেই নিয়েই এবার উঠে আসলো নয়া তথ্য।

বৃহস্পতিবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে অফলাইন টিকিটের অর্থ ফেরত দেওয়া নিয়ে বিবৃতি জারি করে ডুরান্ড কতৃপক্ষ। সেই অনুযায়ী আগামী ৩০ ও ৩১ শে আগস্ট সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে প্রদান করা হবে টিকিটের সম্পূর্ণ অর্থ। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে এক্ষেত্রে প্রমাণ স্বরূপ নিজেদের সঙ্গে রাখতে হবে ডার্বি ম্যাচের সেই অফলাইন টিকিট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন