রাজস্থান ইউনাইটেডের কাছে ২-৩ গোলে হেরে ডুরান্ড কাপ (Durand Cup) অভিযান শুরু করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচে রয় কৃষ্ণার (Roy Krishna) অভাবটা বেশ ভালো ভাবেই টের পেয়েছে সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো।
এবছর প্রকৃত কোনও স্ট্রাইকার সই করাইনি সবুজ মেরূন শিবির।যাকে করিয়েছেন সেই দিমিত্রি পেত্রাতোস,তিনি এখনও অবধি এসে পৌঁছয়নি।তবে তিনি অবশ্য সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের ফুটবলার।
এই মরশুম শুরু’র আগেই এটিকে মোহনবাগান ছেড়ে দিয়েছিল রয় কৃষ্ণা’কে।অথচ একজন প্রকৃত স্ট্রাইকার বাছাই করেনি সবুজ মেরুন । আর সেই গোল করিয়ে ফুটবলারের অভাব ডুরান্ডের প্রথম ম্যাচে ভোগালো সবুজ মেরুন’কে।
<
p style=”text-align: justify;”>শেষ মুহূর্তে গোল করে ম্যাচে জয়লাভ করেছিল রাজস্থান।তবে সুযোগ গুলো যদিও কাজে লাগাতো তাহলে অনেক বেশি ব্যবধানে জিতে যেতে পারতো সবুজ মেরুন।কিন্তু উল্টে ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় নিশ্চিত করতে পারলোনা তারা।পরের ম্যাচে জুয়ান ফেরান্দোর মাথায় চিন্তার ভাঁজ ফেলবে এই গোল করিয়ে লোকের অভাব।