ডুরান্ডের গ্রুপ বি’তে হাইভোল্টেজ লড়াই! কোন দল নজর কেড়ে পৌঁছাবে পরবর্তী রাউন্ডে?

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের (Indian Football) অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপের (Durand Cup 2025) ১৩৪ তম সংস্করণ। এবছর ২৪ দলকে…

Durand Cup 2025 Group B Preview where Kolkata Derby will be held between Mohun Bagan SG vs Mohammedan SC

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের (Indian Football) অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপের (Durand Cup 2025) ১৩৪ তম সংস্করণ। এবছর ২৪ দলকে ছটি গ্ৰুপে ভাগ করা হয়েছে। এরই মধ্যে চারটি দলের সমন্বয়ে গঠিত গ্রুপ ‘বি’ নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম কঠিন গ্রুপ হিসেবে ধরা হচ্ছে। গ্রুপ ‘বি’তে রয়েছে আইএসএল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan SG এবং মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।

এছাড়াও এই গ্রুপে রয়েছে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) এবং সশস্ত্র বাহিনীর দল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এফসি। গ্রুপ বি’তে শীর্ষ স্থানে থাকা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। তবে দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে জায়গা পেতে পারে।

   

মোহনবাগান সুপার জায়ান্টস: ফেভারিট তকমায় টুর্নামেন্টে নামছে

২০২৪-২৫ আইএসএলে লিগ শিল্ড ও কাপ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে মোহনবাগান। ১৭ বার ডুরান্ড কাপ জয়ী দল শেষ বার ২০২৩ সালে ট্রফি তুলেছিল। যদিও মূল দল নয়, বরং রিজার্ভ স্কোয়াড নিয়ে খেলবে দল, তবুও শক্তি ও অভিজ্ঞতায় তারা এগিয়ে থাকবে।

মহামেডান স্পোর্টিং: মরিয়া প্রত্যাবর্তনের খোঁজে

২০২৪-২৫ আইএসএল মরসুম একেবারে হতাশাজনক ছিল মহামেডান স্পোর্টিংয়ের জন্য। ২৪ ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে শেষ স্থানে শেষ করে তারা। তবু ডুরান্ডে দুটি শিরোপা জেতা ইতিহাসের উপর ভর করে লড়াইতে নামছে তারা। দলের অন্যতম নজরকাড়া ফুটবলার মাকন চোথে গত আইএসএল মরসুমে তেমন ছাপ ফেলতে না পারলেও তার গতি ও ড্রিবলিং স্কিল এই টুর্নামেন্টে কার্যকর হতে পারে।

ডায়মন্ড হারবার এফসি: নতুন মুখ, নতুন স্বপ্ন

মাত্র তিন বছর আগে প্রতিষ্ঠিত এই দল ২০২৪-২৫ মরসুমে অপরাজিত থেকে আই-লিগ টু জিতে এখন আই-লিগে উন্নীত হয়েছে। আত্মবিশ্বাসে ভরপুর তারা এবার ডুরান্ড বড় দলের সামনে নিজেদের প্রমাণ করতে চায়। আসন্ন টুর্নামেন্টের জন্য গিরিক খোসলা দলের বড় ভরসা। পাঁচটি গোল করে আই-লিগ টু জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

বিএসএফ এফসি: ইতিহাস গড়ার স্বপ্নে জওয়ানরা

বিএসএফ ফুটবল দলের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। সাতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন তারা, যদিও শেষ জয় এসেছিল বহু আগে, সেই ১৯৮৮ সালে। এই বছর তারা বড়সড় অঘটন ঘটানোর লক্ষ্যে নামবে। ২০২৪ দুরান্ডে দুই ম্যাচে খেলে নিজের পরিশ্রম ও ডিফেন্সিভ সামর্থ্যের ছাপ রেখেছিলেন ২০ বছর বয়সী মিডফিল্ডার গোপাল হেমব্রমকে। তার ওপর নজরে রাখতে হবে।

Advertisements

গ্রুপ বি – ম্যাচ সূচি

২৮ জুলাই: মহামেডান স্পোর্টিং বনাম ডায়মন্ড হারবার

৩১ জুলাই: মোহনবাগান সুপার জায়ান্টস বনাম মহামেডান স্পোর্টিং

১ আগস্ট: ডায়মন্ড হারবার বনাম বিএসএফ

৪ আগস্ট: মোহনবাগান বনাম বিএসএফ

৭ আগস্ট: বিএসএফ বনাম মহামেডান

৯ আগস্ট: ডায়মন্ড হারবার বনাম মোহনবাগান

ডুরান্ড কাপ ২০২৫ সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। গ্রুপ বি’র সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়, ফলে শহরের ফুটবলপ্রেমীদের জন্য এক অপূর্ব সুযোগ কলকাতা ডার্বি-সহ একাধিক উত্তেজক ম্যাচ মাঠে বসে দেখার। এই গ্রুপের মূল আকর্ষণ নিঃসন্দেহে ৩১ জুলাইয়ের মোহনবাগান বনাম মহামেডান ম্যাচ। ঐতিহাসিক কলকাতা ডার্বির নতুন অধ্যায় লিখবে ডুরান্ড কাপের মঞ্চে।

Durand Cup 2025 Group B Preview where Kolkata Derby will be held between Mohun Bagan SG vs Mohammedan SC