Durand Cup 2022: ডুরান্ডের মহারণভূমি যুবভারতী, বড় ম্যাচে গ্যালারি জুড়ে গর্জন

যুবভারতীর গ্যালারি জুড়ে গর্জন। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে যুদ্ধের আরও একটা পর্ব লেখা হচ্ছে ডুরান্ড কাপের (Durand Cup 2022) মহারণভূমি সবুজ মাঠে। টানা দু বছরের…

Derby Match

যুবভারতীর গ্যালারি জুড়ে গর্জন। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে যুদ্ধের আরও একটা পর্ব লেখা হচ্ছে ডুরান্ড কাপের (Durand Cup 2022) মহারণভূমি সবুজ মাঠে।

টানা দু বছরের ব্যবধানে ফুটবলের মক্কা কলকাতায় ফিরছে বাঙালির ‘বড় ম্যাচ’। যুবভারতীতে মুখোমুখি লাল-হলুদ ও সবুজ-মেরুণ দল।

ম‍্যাচে সেয়ানে সেয়ানে টক্কর হবেই দুই দলের,সেই কথা বলাই বাহুল‍্য, তার পাশাপাশি ঐতিহ্যের এই লড়াইয়ে কোন দলকে কোন দলকে টেক্কা দেয় সেই দিকে নজর থাকবে সবার।

মাঠে লড়বে ফুটবলার’রা,তা বলে মাঠের বাইরে চিরাচরিত কর্মকর্তা’দের মধ্যে লড়াইটুকু হবেনা ? না সেটা তো হতে পারে না। লেগে গেলো দুই প্রধানের কর্মকর্তাদের লড়াই।

Advertisements

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের বক্তব্য অনুযায়ী ডার্ব ম‍্যাচ মানেই মস্তানির ম‍্যাচ। ম‍্যাচের দিনটাই আসল। আগে কি হয়েছে তার কোনও হিসেব থাকেনা।অর্থাৎ গত কয়েকটা ম‍্যাচের ফলাফল নিয়ে বিশেষ চিন্তিত নয় লাল হলুদ ব্রিগেড, সেটা স্পষ্ট তাদের বক্তব্যে।

মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত ‘মস্তানি’ মন্তব্য বলেছেন ” মোহনবাগানের জার্সিটাই আসলে মস্তান। মোহনবাগান ভালো স্কিল এবং ফুটবলের উপর নির্ভর করে, কোনো মস্তানির উপর নয়।”