ইতিমধ্যে বেশ কিছু ভারতীয় ফুটবলার’কে সই করিয়েছে ইস্টবেঙ্গল। আরেকটা নাম বেশ কিছু দিন হলো ঘুরছে লাল হলুদ শিবিরে। তিনি ঋত্বিক দাস (Ritwik Das)।
জামশেদপুর এফসি’র এই ফুটবলার’কে দলে পেতে ইতিমধ্যে ক্লাবের তরফে একাধিকবার কথাবার্তা চালানো হয়েছে।ঋত্বিক নিজেও চান ইস্টবেঙ্গলে যোগ দিতে, এরপর আরও উঠে পরে লেগেছে লাল হলুদের কর্তারা।
কিন্তু যতোই মরিয়া চেষ্টা চালানো হোকনা কেনো লাল হলুদের তরফে,জামশেদপুরের তরফে যে পরিমাণ অর্থের দাবি করা হয়েছে, সেটাই ভাবাচ্ছে ইস্টবেঙ্গল’কে।তারা বারংবার বলছে যদি কিছুটা টাকা কমানো যায়।কিন্তু গতবারের আইএসএলের শিল্ড জয়ী ক্লাব নিজেদের অবস্থান থেকে সরছে না।আসলে ঋত্বিক’কে ছাড়লে তাদেরকে’ও বিকল্প ফুটবলার দলে নিতে হলে অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে মোটা অংকের একটা অর্থ তাদের’ও প্রয়োজন আছে।আর এই জন্যে ঋত্বিকের ইস্টবেঙ্গলে আসা অনিশ্চিত হয়ে আছে।