ISL Semifinal: নজরে থাকবেন রয় কৃষ্ণার ‘বদলি’ ওগবেচে

শনিবার সন্ধ্যার সেমিফাইনাল (ISL Semifinal) শুধুমাত্র দুই দলের লড়াই নয়। নির্ধারিত সময়ে নজরে থাকবে টুকরো টুকরো কিছু দ্বৈরথের দিকেও। যার মধ্যে অন্যতম রয় কৃষ্ণা (Roy…

ISL Semifinal: নজরে থাকবেন রয় কৃষ্ণার 'বদলি' ওগবেচে

শনিবার সন্ধ্যার সেমিফাইনাল (ISL Semifinal) শুধুমাত্র দুই দলের লড়াই নয়। নির্ধারিত সময়ে নজরে থাকবে টুকরো টুকরো কিছু দ্বৈরথের দিকেও। যার মধ্যে অন্যতম রয় কৃষ্ণা (Roy Krishna) বনাম বার্থোলোমিউ ওগবেচে। 

শুক্রবার আলোড়িত হয়েছিল কলকাতা ময়দান। শোনা গিয়েছিল রয় কৃষ্ণার প্রতি আগ্রহ হারিয়েছে এটিকে টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলি হিসেবে আগামী মরশুমে দলে নেওয়া হতে পারে নাইজেরিয়ার বার্থোলোমিউ ওগবেচেকে। যদিও এই খবর আপাতত জল্পনার স্তরে রয়েছে। তবুও জল্পনা থেকে শুরু হতে পারে আলোচনা। দুই স্ট্রাইকারই দুঁদে। অভিজ্ঞতার ভাড়ার পূর্ণ। গোল পাওয়ার জন্য দু’জনের দিকেই তাকিয়ে থাকেন দলীয় সমর্থকরা। 

বার্থোলোমিউ ওগবেচে রয়েছেন স্বপ্নের ফর্মে। ১৭ ম্যাচে করেছেন ১৭ গোল। বড় কোনও অঘটন না ঘটলে এ বারের সর্বোচ্চ গোলদাতার খেতাব তিনিই পেতে চলেছেন। অন্য দিকে চলতি ইন্ডিয়ান সুপার লিগ একেবারেই ভালো যাচ্ছে না রয় কৃষ্ণার। চোট আঘাতে জর্জরিত থেকেছেন বেশিরভাগ সময়। কার্ড সমস্যাও বাধ সেধেছে ধারাবাহিকতায়। 

Advertisements

গতবার ১৪টি গোল করে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় যুগ্ম ভাবে ছিলেন ফিজির এই স্ট্রাইকার। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত নেমেছেন ১৪ টি ম্যাচে। যার মধ্যে বেশ কিছু ম্যাচে পরিবর্ত হিসেবে। ফলত মাঠে খুব বেশি সময় পাননি তিনি। সময়ের হিসাব কষলে ১ হাজার ১৩ মিনিট মাঠে ছিলেন তিনি। সেখানে ওগবেচে এবার ১ হাজার ৪৩৬ মিনিট মাঠে ছিলেন। 

তবে একটি ক্ষেত্রে নাইজেরিয়ান তারকার থেকে এগিয়ে রয়েছেন বাগানের গোলমেশিন। গোল করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। নিজে যেমন পাঁচটি গোল করেছেন, তেমনই করিয়েছেন চারটি গোল। ওগবেচে কেবল একটি গোল করানোর ক্ষেত্রে সাহায্য করেছে এ পর্যন্ত।