সিএফএলে ফের ড্র, খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি নন বাগান কোচ

কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) শুরুটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। প্রথম দুই ম্যাচে আটকে যেতে ভবানীপুর এবং রেনবো এফসির…

Mohun Bagan Coach Deggie Cardozo

কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) শুরুটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। প্রথম দুই ম্যাচে আটকে যেতে ভবানীপুর এবং রেনবো এফসির কাছে। তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হতে হয় বাগানের জুনিয়র দলকে। যা নিয়ে প্রবল হতাশা‌ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।

   

পিয়ারলেসের বিপক্ষে বহু প্রতীক্ষিত জয় আসলে ও তা বেশিদিন বজায় থাকেনি। গত মঙ্গলবার এই লিগের পঞ্চম ম্যাচে ক্যালকাটা কাস্টমসের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানে দল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করতে হয় টাইসন সিংদের। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় মেরিনার্সদের।‌

যা নিয়ে মাঠেই ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় বাগান সমর্থকদের। কোচের ভূমিকা নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন। এই ড্রয়ের ফলে প্রিমিয়ার ডিভিশন লিগের গ্ৰুপ পর্বের তলানিতেই থাকতে হল সবুজ-মেরুনকে। তবুও ম্যাচ শেষে খেলোয়াড়দের দোষারোপ করলেন বাগানের জুনিয়র দলের কোচ ডেগি কার্ডোজো। খেলোয়াড়দের দায়িত্ব জ্ঞানহীনতার কথাই তুলে ধরলেন বারংবার। যা নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে ক্লাবের অন্দরে।‌

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সেটপিসের কথাই উল্লেখ করেন বারংবার। তাঁর কথায়, সেট পিসের জন্য খেলোয়াড়দের যতটা সক্রিয় থাকা দরকার‌ সেটা মাঠে দেখা যায়নি। এমনকি গত কয়েক ম্যাচে ও সেটপিস কাজে লাগানোর দুরন্ত সুযোগ এলেও তার সঠিক ব্যবহার দেখা যায়নি। যা নিয়ে হতাশ রয়েছেন।

পাশাপাশি আরো বলেন, তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করছেন। খেলোয়াড়দের সেভাবেই অনুশীলন করাচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। যারফলে অনেকটাই পিছিয়ে পড়তে হচ্ছে দলকে।