আইএসএলের (ISL) দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসিকে পরাজিত করার পর আজ বুধবার সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল দল। তবে এবার তাদের খেলতে কান্তিরাভা স্টেডিয়ামে। অর্থাৎ বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে। তাই আজকের ম্যাচ যে মোটেও সহজ হবে না তা বলাই চলে। এসবের মাঝেই সকলের চিন্তা বাড়িয়েছে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার (Cleiton Silva) ফিটনেস।
হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে গত ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়ে ছিলেন ক্লেটন। তবে কিছুক্ষণ পরেই স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। যারফলে, আজকের ম্যাচে খেলার সম্ভাবনা অনেকটাই কম এই দাপুটে ফরোয়ার্ডের।
অন্যদিকে এশিয়ান গেমসের প্রতিনিধিত্ব করে দেশে ফিরে এসেছেন তরুণ ডিফেন্ডার লালচুংনুঙ্গা। দলের সাথেও অনুশীলন করেছেন তিনি। তার সাথেই আজ দলে দেখা যেতে পারে বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহেরকে। তবুও নিজের পুরোনো দল নিয়ে যথেষ্ট সাবধানী কুয়াদ্রাত। তার কথায়, সাইমনের বেঙ্গালুরু এফসি গতবারের আইএসএল ফাইনাল খেলেছে। সেইসাথে গতবারের ডুরান্ড ও জিতেছে তারা। পাশাপাশি সুপার কাপে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল তাদের। তাই এই পরিস্থিতিতে ঘরের মাঠে অনেকটাই বিপদজনক হয়ে উঠতে পারে বেঙ্গালুরু এফসি।
তবে এতকিছুর মধ্যেও আজকের ম্যাচে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। তার কথায়, ঘরের মাঠের পাশাপাশি বাইরেও মাঠে ও আমাদের যথেষ্ট ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এক্ষেত্রে দলের ফরোয়ার্ড লাইনের ফুটবলারদের পাশাপাশি মাঝমাঠের খেলোয়াড়দের ও যথেষ্ট দায়িত্ব গ্রহণ করতে হবে। তবে আজ বাইরের মাঠে খেলা হলেও আজ যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তার ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন কুয়াদ্রাত।