ওড়িশার বিরুদ্ধে ম্যাচে খেলাকালীন চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) দুই তারকা ফুটবলার। তারা হলেন হিমাংশু জাংড়া এবং ক্লেইটন সিলভা।হিমাংশুকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছিল৷ আর সিলভা চোট পেয়েছিলো খেলার শেষের দিকে।এই দুই ফুটবলার চোট পাওয়ার পর থেকে সকলের মধ্যে একটা দারুণ আশঙ্কা তৈরি হয়েছিল,তারা এরপর ফের কবে লাল হলুদের জার্সি গায়ে মাঠে নামবেন?
প্রথমেই এক্ষেত্রে আসা যাক ক্লেইটন সিলভার কথায়।তার হ্যািমস্ট্রিংয়ে চোট লাগায়,তাকে খেলানোর আর ঝুঁকি নিতে পারেনি ইস্টবেঙ্গল।কারণবর্তমানে ইস্টবেঙ্গল যতোটুকু খেলছে,তার অধিকাংশ টাই এই ক্লেটন সিলভার উপর নির্ভরশীল।তাই ক্লেটন সিলভা চোট পাওয়ার সাথে সাথে তাকে মাঠ থেকে তুলে নেয় লাল হলুদ কোচ কনস্টানটাইন।সূত্রের খবর অনুযায়ী ক্লেটন সিলভা বর্তমানে পুরোপুরি চোট মুক্ত।তার পরের ম্যাইচ গুলোতে খেলতে আর কোনও সমস্যা নেই।
আসা যাক হীমাংশু জাংড়ার প্রসঙ্গে।হীমাংশুর চোট টা বেশ সিরিয়াস ছিলো বলা চলে।স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।পরবর্তী সময়ে হীমাংশু জানিয়েছেন তার চোট টা বেশ গুরুত্বপূর্ণ এবং তার মাঠে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে।শোনা যাচ্ছে অন্তত পাঁচ-ছয়টা ম্যােচ মিস করবেন তিনি।এদিকে ইস্টবেঙ্গলের বাকি খেলার সংখ্যা টাই সাত আটটা।তাই হয়তো এই মরশুমের জন্যে জাংড়া কে আর নাও খেলতে দেখা যেতে পারে লাল হলুদের জার্সি গায়ে।