গতকালই সৌরাশিষ লাহিড়ীর তত্ত্বাবধানে ভিনু মানকড় ট্রফির ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেন বাংলার পুরুষ দল। এবার আরেক বাংলার কিংবদন্তি ঝুলন গোস্বামীর তত্ত্বাবধানে ভারতের সিনিয়র মহিলা টি২০ টুর্নামেন্টে বেশ কয়েকধাপ এগিয়ে গেল বাংলার মহিলা ক্রিকেট দল। গতকাল সুরাটে অনুষ্ঠিত সিনিয়র মহিলা টি২০ টুর্নামেন্টে বৃহস্পতিবার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে বাংলা দল মণিপুরকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে (Bengal defeats Manipur in Senior Women’s T20)। এই জয়ের মাধ্যমে চার ম্যাচ থেকে তিনটি জিতে বাংলা এখন ১২ পয়েন্ট নিয়ে তালিকায় এগিয়ে রয়েছে।
পুনেতে খেলা দেখতে এসে জলসংকটে হাসপাতালে ভর্তি ২০ জন সমর্থক
সুরাটের ভীমপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে বাংলা ২০ ওভারে ১৫৯/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। বাংলা দলের ওপেনার মিতা পাল মাত্র ৩৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং বল হাতে ২ উইকেট নিয়ে মাত্র ৮ রান দেন। এছাড়াও ধারা গুজ্জর ৪৭ রান (৩৪ বল), তনুশ্রী সরকার ২৬ রান, সাইকা ইশাক ১ উইকেট নিয়ে ৫ রান, এবং সুষ্মিতা গাঙ্গুলি ১ উইকেট নিয়ে ১০ রান দিয়ে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেন।
চুক্তির মেয়াদ বাড়তেই দলকে নতুন লক্ষ্য দেখালেন ওয়েন কোয়েল
দ্বিতীয় ইনিংসে মণিপুরের ব্যাটসম্যানরা বাংলার বোলারদের সামনে সম্পূর্ণভাবে নতিস্বীকার করে। ২০ ওভারের শেষে মণিপুর মাত্র ৫৩/৭ রানে সীমাবদ্ধ থাকে। অভিষেক হওয়া হৃষিতা বসুকে তার প্রথম ক্যাপ তুলে দেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি এবং বাংলার দল-পরামর্শদাতা ঝুলন গোস্বামী, যা দলের জন্য বিশেষ এক মুহূর্ত হয়ে দাঁড়ায়।
বেঙ্গালুরুর পর ব্যর্থতা পুনেতেও; স্যান্টনারের ‘ঘূর্ণিজালে’ ১৫৬ রানেই অলআউট ভারত
প্রসঙ্গত উল্লেখ্য যে এই ম্যাচে বাংলার ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই সমান দাপট দেখিয়েছেন বাংলার মহিলারা। যা আসন্ন মহিলাদের প্রিমিয়ার লীগ নিলামের আগে বেশ ভালো একটি সুযোগ হতে পারে বাংলার মহিলা ক্রিকেটারদের জন্য। বিশেষত মিতা পালের জন্য বিষয়টি অনেকটাই সুযোগসন্ধানী হতে পারে। তবে মনিপুরকে হারালেও (Bengal defeats Manipur in Senior Women’s T20) পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে থাকা অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রয়েছে বাংলার আগামী ম্যাচ। সেখানে চাকদা এক্সপ্রেসের মন্ত্রে কতখানি সফল হতে পারেন বাংলার মহিলারা সেটাই এখন আলোচ্য বিষয়।