East Bengal Club : লাল-হলুদে ব্রাজিলের দুরন্ত তারকা স্ট্রাইকার? জানুন সত্যিটা

does really brazilian Caion on the way to east bengal club

ইমামি গোষ্ঠীর সঙ্গে এখনও সই সম্পন্ন হয়নি। কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে কোন বিদেশি খেলতে আসবেন সে ব্যাপারে জল্পনা অব্যাহত। সম্প্রতি শোনা গিয়েছিল, কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে নাকি খেলতে আসবেন ব্রাজিলের এক দুর্দান্ত ফরোয়ার্ড! সত্যি কি তাই?

Advertisements

ময়দানে গুঞ্জন, ব্রাজিলের হারলিসন কিয়ন ডি সুসা ফেরেরা নামের এক ফরোয়ার্ডকে দলে নেওয়ার পথে ইস্টবেঙ্গল ক্লাব। ৩১ বছর বয়সী ফুটবলারের সংক্ষিপ্ত নাম- কিয়ন। বিশ্বের বহু ক্লাবে খেলেছেন। প্রচুর গোল করেছেন। এশিয়ান ফুটবল সম্পর্কেও যথেষ্ট ধারণা তাঁর রয়েছে। ব্রাজিলের কিছু ক্লাবেও খেলেছেন কিয়ন খেলেছেন।

   

বহু ক্লাবে খেললেও খুব বেশি দিন কোথাও থিতু হতে পারেননি তিনি। নিজের দেশের ক্লাব ছাড়াও থাইল্যান্ড, ডেনমার্ক, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার ক্লাবে খেলেছেন। পরিসংখ্যান অনুযায়ী, কোনও একটি ক্লাবে খুব বেশি হলে একটা বা দু’টো মরসুমে তিনি ছিলেন।

Advertisements

এতো গেল ফুটবলারের প্রোফাইল। এবার আসল প্রশ্নে আসা যাক। ব্রাজিলের হারলিসন কিয়ন কি সত্যি ইস্টবেঙ্গলে আসছেন? এখনও পর্যন্ত যা খবর, তাতে এই জল্পনার কোনও ভিত্তি নেই। অর্থাৎ, দল বদলের বাজারে আরও এক জল্পনা,যেটা হয়তো সত্যি নয়।