হার্টে শতভাগ ব্লক! তামিম ইকবালের জন্য ক্রিকেট দুনিয়ায় উদ্বেগ

লাইফ সাপোর্টে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন সহঅধিনায়ক তামিম ইকবাল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ক্রিকেটার সংকটজনক। সোমবার (২৪ মার্চ) ঘরোয়া লিগে খেলা চলাকালীন তার (Tamim Iqbal)  হার্ট অ্যাটাক হয়। চিকিৎসকরা জানান, তামিম ইকবালের হার্টে পাওয়া গেছে শতভাগ ব্লক।

ঢাকার নিকটস্থ সাভারের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তামিম ইকবাল। ক্রিকেট দুনিয়ায় উদ্বেগ। খেলা শুরুর ঠিক আগে টসের পর হঠৎ বুকে ব্যথা শুরু হয়। মাঠেই জ্ঞান হারান তামিম। 

   

জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগে ঢাকা মহামেডানের হয়ে খেলেন তামিম। মহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, মাঠ থেকে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। আনা হয় হেলিকপ্টার। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় নিকটস্থ হাসপাতালে চিকিৎসা শুরু হয়। তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকাসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।

ঢাকা মহামেডান ক্নাব সূত্রে খবর, টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম। তামিমকে এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা মহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম। টসে হেরে তামিমের দল ফিল্ডিং করতে মাঠে নামে। টস করার পরই মহামেডান অধিনায়ক তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তিনি মাঠেই পড়ে যান।

তামিম ইকবাল ২০১০ – ২০১১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে।  প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন।

২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। গ্রেম সোয়ান ও বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে তামিম এই খেতাব জিতে নেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন