East Bengal : লাল-হলুদ জার্সিতে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড!

ফুটবল মহলে গুঞ্জন, মুম্বই সিটির এক বিদেশি ফুটবলার ভারতে ফিরতে পারেন। এই আভাস পাওয়ার পরেই নতুন জল্পনা শুরু হয়েছে ময়দানে। প্রশ্ন উঠছে, ইমামি ইস্টবেঙ্গল (East…

Discussion on East Bengal and a Ygor Catatau

ফুটবল মহলে গুঞ্জন, মুম্বই সিটির এক বিদেশি ফুটবলার ভারতে ফিরতে পারেন। এই আভাস পাওয়ার পরেই নতুন জল্পনা শুরু হয়েছে ময়দানে। প্রশ্ন উঠছে, ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দলের হয়ে কি খেলবেন কোনো ব্রাজিলিয়ান তারকা?

আরও পড়ুন:Stephen Constantine : ফুটবলারদের বকাঝকা করছেন স্টিফেন

কে এই ব্রাজিলিয়ান তারকা যাকে নিয়ে এতো প্রশ্ন? জল্পনায় রয়েছে ইগোর ডি অলিভিয়েরা ফেরাইরার নাম। ব্রাজিলিয়ান এই ফুটবলার ইতিমধ্যে ভারতে খেলেছেন। ২০২১-২২ মরসুমে খেলেছিলেন মুম্বই সিটির হয়ে।

আরও পড়ুন: ATK Mohun Bagan : পিছিয়ে পড়েও ডার্বি জিতল সবুজ-মেরুন

ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম হেভিওয়েট দল মুম্বই সিটি। বেশ কিছু ম্যাচ এই ক্লাবের হয়ে খেলেছিলেন অলিভিয়েরা। তবে আশানুরূপ পারফরম্যান্স মেলে ধরতে পারেননি। গোল করেছিলেন। তবে হাতে গোনা কয়েকটি। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্লাব কেরিয়ার বেশ দীর্ঘ। তবে বায়োডাটা আহামরি নয়।

Advertisements

আরও পড়ুন: East Bengal : শেষে হেনরিকে নেওয়া হচ্ছিল দলে!

ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের মধ্যে জল্পনা, মুম্বইয়ের হয়ে খেলা এই ব্রাজিলিয়ান লাল হলুদ জার্সিতে মাঠে নামতে পারেন। যদিও এই জল্পনার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি যে সত্যিই কলকাতায় আসছেন, এমন নির্ভরযোগ্য খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।