DPL: বাংলাদেশ ক্রিকেটে গুরুতর বৈষম্যের অভিযোগ, ডিপিএলে মহিলা আম্পায়ারে অনীহা!

মোত্তাকিন মুন, ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে গুরুতর বৈষম্যের অভিযোগ। ঢাকা প্রিমিয়ার লিগে (DPL) নারী আম্পায়ারকে দেখে মাঠে নামতে অনীহা প্রকাশ করেছে ডিপিএল এর ঐতিহ্যবাহী দুই দল। …

Reluctance in Dhaka Premier League Over Women Umpires

মোত্তাকিন মুন, ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে গুরুতর বৈষম্যের অভিযোগ। ঢাকা প্রিমিয়ার লিগে (DPL) নারী আম্পায়ারকে দেখে মাঠে নামতে অনীহা প্রকাশ করেছে ডিপিএল এর ঐতিহ্যবাহী দুই দল।   এমন ঘটনা ঘটেছে প্রাইম ব্যাংক-মোহামেডান ম্যাচে। অথচ দায়িত্ব পাওয়া নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিকে স্বীকৃতি দিয়েছে আইসিসি।

২৫ এপ্রিল হোম অব ক্রিকেটে মনিরুজ্জামানের সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাথিরা জাকির জেসি। আর এতেই ক্ষোভ আর হতাশা প্রকাশ করে দুই দলের ক্রিকেটার আর অফিশিয়ালরা। যে কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় ম্যাচ। জানা গেছে, মোহামেডান কর্তারা অসন্তুষ্টির কথা জানিয়েছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকেও।

   

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখান রহমান বলেন, তারা অভিযোগ করেছিলো যে তারা খেলবে না। পরে তারা এটা মেনে নিয়েছে। আমি দলগুলোকে বলবো দায়িত্ব পাওয়া নারী আম্পায়ার আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার।  আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাথিরা জাকির জেসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যেখানে স্বীকৃতি দিয়েছে সেখানে নিয়মনীতি সবই যেন ভুলে বসেছিলো বাংলাদেশের ঘরোয়া লীগের দুই দল। তাইতো শাস্তির মুখে পড়তে পারে দু’দল। ম্যাচ রেফারির প্রতিবেদনের পর সিদ্ধান্তের ভার সিসিডিএমের।