কোথায় অনুষ্ঠিত হতে পারে মোহন-ইস্ট ডার্বি? জানুন

গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ। যেখানে প্রথম ম্যাচেই বড়সড়‌ ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। পরবর্তীতে আয়োজিত হয়েছে আরো…

Derby Match

গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ। যেখানে প্রথম ম্যাচেই বড়সড়‌ ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। পরবর্তীতে আয়োজিত হয়েছে আরো একাধিক ম্যাচ। যেখানে নজর কাড়তে শুরু করেছে একাধিক তরুণ ফুটবলার। আগামী রবিবার থেকেই নিজেদের অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। প্রথম ম্যাচেই তাদের লড়াই করতে হবে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। যেটি আয়োজিত হবে বারাকপুর স্টেডিয়ামে। অন্যদিকে, আগামী মাসের ২ তারিখ প্রিমিয়ার ডিভিশন লিগের যাত্রা শুরু করছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল।

   

যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভবানীপুর ফুটবল ক্লাব। তাদের ও প্রথম ম্যাচ রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম। অর্থাৎ ব্যারাকপুরে। এখন এই দুই ম্যাচের দিকেই নজর রয়েছে বাংলার ফুটবলপ্রেমী মানুষদের। পরবর্তীতে রেনবো থেকে শুরু করে জর্জ টেলিগ্ৰাফ ও এরিয়ানের মতো প্রতিপক্ষ দল গুলির বিপক্ষে লড়াই করতে হবে কলকাতার দুই প্রধান দলকে।

সূচী অনুযায়ী আগামী ১৩ই জুলাই একে অপরের মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান। যেই ম্যাচ নিয়ে প্রবল উন্মাদনা থাকে সকলের। কিন্তু কোথায় আয়োজিত হতে পারে এই ফুটবল ম্যাচ? তা এখনো পর্যন্ত চূড়ান্ত না হলেও এবার উঠে এসেছে নয়া তথ্য।

জানা গিয়েছে, আসন্ন কলকাতা লিগের মোহন-ইস্ট ম্যাচের জন্য সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনকে বেছে নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেইমতো গতকাল নাকি এই ম্যাচের অনুমতি সংক্রান্ত বিশেষ চিঠি পাঠানো হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তরফ থেকে। এবার রাজ্য সরকারের ক্রীড়া বিভাগ থেকে অনুমতি মেলার অপেক্ষায় এই ফুটবল সংস্থা। তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে ডার্বি ম্যাচের ভেন্যু।