বর্ষসেরা যুব ফুটবলার হয়ে কী বললেন দীপেন্দু বিশ্বাস?

গত ফুটবল মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টে সাফল্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দীপেন্দু বিশ্বাসের (Dipendu Biswas)। দলের অধিনায়ক ও জাতীয় দলের ফুটবলার শুভাশিস বসু সহ…

Dipendu Biswas Named Best Emerging Talent at Mohun Bagan Day 2025: What Did the Young Star Say?

গত ফুটবল মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টে সাফল্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দীপেন্দু বিশ্বাসের (Dipendu Biswas)। দলের অধিনায়ক ও জাতীয় দলের ফুটবলার শুভাশিস বসু সহ বিদেশি ফুটবলার তথা আলবার্তো রদ্রিগেজ এবং টম অলড্রেডের সঙ্গে অতি সহজেই মানিয়ে নিয়েছেন এই বাঙালি ডিফেন্ডার। সবুজ-মেরুনের রিসার্ভ দল থেকে উঠে আসার পর স্প্যানিশ কোচ জোসে মোলিনার সিনিয়র দলেও নিজেকে মেলে ধরেছেন খুব সহজেই। বলতে গেলে বর্তমানে দেশের যুব ফুটবলারদের মধ্যে দীপেন্দু বিশ্বাসকেই প্রথম পছন্দ বাগান কোচের।

Also Read | লাল-হলুদের এই প্রাক্তন ফরোয়ার্ডকে এবার দলে টানল গোয়া

   

তবে শুধুমাত্র দলের রক্ষণভাগ সামাল দেওয়া নয়। প্রয়োজনে সবুজ-মেরুন জার্সিতে গোল করেছেন চম্পাহাটির এই ফুটবলার। যা নিঃসন্দেহে মন জয় করেছিল সকল সমর্থকদের। এই অনবদ্য পারফরম্যান্সে দরুন এবারের মোহনবাগান দিবসে সেরা উদয়মান প্রতিভা হিসেবে বেছে নেওয়া হয়েছিল বছর বাইশের এই ফুটবলারকে। গত মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয় এই অনন্য সম্মান। ছোটবেলা থেকেই মোহনবাগানকে ভালো বেসেছেন দীপেন্দু। এই দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখেছেন প্রতিনিয়ত।

Advertisements

Also Read | হামিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান অস্কার

অবশেষে গত বছর পূর্ণতা পেয়েছে সেই স্বপ্ন। এক কথায় যা বিরাট পাওনা। মঙ্গলবার সন্ধ্যায় এই এই পুরস্কার গ্রহণ করার পর বাগানের এই তরুণ প্রতিভা বলেন, “মোহনবাগানের সকল কর্মকর্তা ও সদস্যদের অসংখ্য ধন্যবাদ। আমাকে এই পুরস্কারের যোগ্য হিসেবে বেছে নেওয়ার জন্য। খুবই ভালো লাগছে এই পুরস্কার পেয়ে।আশা করি আগামী দিনে আরও ভালো হবে। ধন্যবাদ। জয় মোহনবাগান।” গতবারের পর এবারের এই ফুটবল সিজনে ও তাঁর উপর ভরসা থাকবে সকল বাগান সমর্থকদের।