নিজেকে নতুন করে চেনাচ্ছেন দীপ, মাঝমাঠে তৈরি করছেন খেলা

কলকাতা ফুটবল লিগের (CFL 2024) শুরু থেকে এবার নজরে ছিলেন দীপ সাহা (Dip Saha)। ইস্টবেঙ্গল রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন বহু ম্যাচ। হাতে ছিল অধিনায়কের আর্মব্যান্ড।…

Dip Saha CFL 2024

কলকাতা ফুটবল লিগের (CFL 2024) শুরু থেকে এবার নজরে ছিলেন দীপ সাহা (Dip Saha)। ইস্টবেঙ্গল রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন বহু ম্যাচ। হাতে ছিল অধিনায়কের আর্মব্যান্ড। দীপ সাহা চলতি কলকাতা ফুটবল লিগে খেলছেন ভবানীপুর এফসির হয়ে। নিজেকে চেনাচ্ছেন নতুন করে।

   

রেল দুর্ঘটনায় বাদ পা, হার না মেনে ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ

একরাশ হতাশা নিয়ে ইস্টবেঙ্গল ছেড়েছিলেন দীপ সাহা। লাল হলুদ ব্রিগেডের হয়ে সিনিয়র দলে কেন সুযোগ পাননি সে প্রশ্নের উত্তর আজও অমিল। ভাল খেলার চ্যালেঞ্জ নিয়ে ভবানীপুরের জার্সি গায়ে চাপিয়েছিলেন বারাসাতের এই উঠতি ফুটবলার। এখনও পর্যন্ত নিজের লক্ষ্যে তিনি অবিচল। কলকাতা ফুটবল লিগের গ্ৰুপ পর্বের বারোটি ম্যাচের মধ্যে খেলেছেন এগারো ম্যাচে। আক্রমণভাগের সঙ্গে গড়ে তুলেছেন বোঝাপড়া। নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন। ভবানীপুরের মাঝমাঠে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন দীপ।

ভারতীয় ফুটবল এক সময় দাপিয়ে বেরিয়েছেন বাঙালি মিডফিল্ডাররা। জাতীয় দলে এখন বাঙালি ফুটবলাররা হাতেগোনা। সম্প্রতি অতীতের কথা স্মরণ করলেন উঠে আসবে মেহতাব হুসেইন, লালকলম ভৌমিক, জুয়েল রাজা, প্রণয় হালদারদের নাম। সৌভিক চক্রবর্তী তাঁর কেরিয়ারের পড়ন্ত বেলায়। এরপর?

এবারের কলকাতা ফুটবল লিগে একাধিক বঙ্গ তনয় মাঝমাঠে নজর কেড়েছেন। দীপ তাঁদের মধ্যে একজন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, ‘আমাকে ভাল খেলতেই হবে। সব ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকি ম্যাচগুলোতেও সেই চেষ্টা করবো। দল জিতুক এটাই আমি চাই।’

বহু বিদেশির তুলনায় এখনও নির্ভরযোগ্য জিতেন

ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ম্যাচে জিতেন মুর্মু যে গোলটি করেছিলেন তাঁর পিছনে অন্যতম কারিগর এই দীপ সাহা। মাঠের ডান প্রান্ত থেকে ভেসে আসা বল জিতেনের উদ্দেশ্যে নামিয়ে দিয়েছিলেন নিখুঁতভাবে। ভবানীপুর ১২ ম্যাচ খেলে জিতেছে দশ ম্যাচে। খেতাব জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন দীপ সাহারা।