টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের ভারত? করা হল বড় দাবি

WTC Final: India's Determination to Win the Test Championship

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2023-25) পয়েন্ট টেবিলে বেশ টালমাটাল অবস্থা। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ অব্যাহত থাকলেও সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রতিটি দলই চেষ্টা করছে শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার। এমন পরিস্থিতিতে ক্রিকেট পণ্ডিতদের ভবিষ্যদ্বাণী করার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রশ্ন, কোন দু’টি দল এবার ডব্লিউটিসি ফাইনাল (WTC Final) খেলবে?

হয়ে গেল দল ঘোষণা, KKR ব্যাটার হলেন অধিনায়ক

   

এ প্রসঙ্গে জেনে রাখা ভাল , আগামী ১১ থেকে ১৫ জুন লর্ডস গ্রাউন্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৬ জুন শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকবে। টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটরক্ষক এবং বর্তমান বিশেষজ্ঞ দীনেশ কার্তিক তাঁর দু’টি প্রিয় দলের নাম বলেছেন যারা এবার ডব্লিউটিএস ফাইনাল খেলতে পারে।

দীনেশ কার্তিক বিশ্বাস করেন যে ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS) আবার WTC 2023-25 শিরোনামের ম্যাচে মুখোমুখি হবে এবং এবার রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে জয়ী হয়ে মাঠ ছাড়বে। আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ডব্লিউটিসি-র দু’টি ফাইনাল খেলা হয়েছে এবং দু’বারই টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচের জন্য যোগ্যতা অর্জন করেছিল। যদিও ট্রফি একবারও হাতে পায়নি।

‘আমার মনে হয় অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে এবং ভারতের কাছে তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার এটি একটি সুযোগ। দুই বছর আগে ওভালে ওরা আমাদের হারিয়েছিল। এই সুযোগটি ২০২৫ সালে আবার আসতে চলেছে। সত্যিই চাই ভারত সেই বাধা অতিক্রম করুক এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করুক’, বলেছেন দীনেশ কার্তিক।

ভারতীয় দলে নিশ্চিত এই ব্যাটার! মাঠে নেমেই করলেন সেঞ্চুরি

বর্তমান WTC পয়েন্ট টেবিল অনুযায়ী, ভারত ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে প্রথম এবং অস্ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এই দুই দলের মধ্যে আবারও ফাইনাল খেলার সম্ভাবনা বেশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন