Dimitrios Diamantakos: অফিসিয়াল! দিমিত্রি ইস্টবেঙ্গলেই

অপেক্ষার অবসান। বহু প্রত্যাশিত সই সংবাদ ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দিমিত্রি দিয়ামানতাকস…

dimitrios diamantakos

অপেক্ষার অবসান। বহু প্রত্যাশিত সই সংবাদ ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দিমিত্রি দিয়ামানতাকস (Dimitrios Diamantakos ) যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলে।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দিমিত্রি দিয়ামানতাকসের আগমনের কথা. পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘জল্পনা নয়, এটাই এখন সত্যি। দিমিত্রি দিয়ামানতাকস অফিসিয়ালি লা হলুদ।’

   

East Bengal: ভিডিও পোস্ট করে দিমিত্রি জল্পনা উস্কে দিল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘দিয়ামানতাকস ভারতীয় সঙ্গে মানিয়ে নিয়েছে এবং ইন্ডিয়ান সুপার লিগে অসাধারণ পারফরম্যান্স করে দেখিয়েছে। তার অন্তর্ভুক্তি আমাদের আক্রমণকে ব্যাপকভাবে শক্তিশালী করবে। আমাদের মধ্যে ইতিবাচক কথোপকথন হয়েছিল,এরপরেই সে আমাদের সঙ্গে যুক্ত হতে রাজি হয়। ওর কাছে আরও একাধিক অফার ছিল। কিন্তু আমাদের প্রজেক্টে আস্থা রেখে ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by East Bengal FC (@eastbengalfootballclub)

Kiyan Nassiri: কিয়ান নাসিরিকে নিয়ে বড় ঘোষণা করে দিল চেন্নাইয়িন

২০২২ সালে কেরালা ব্লাস্টার্সে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত ভারতের মাটিতে ৪৪টি ম্যাচ খেলেছেন দিমিত্রি দিয়ামানতাকস। দুই মরসুমে করেছেন ২৮ গোল ও ৭ অ্যাসিস্ট। গত মরসুমে ভারতীয় ফুটবলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এছাড়া আইএসএল গোল্ডেন বুট জয় করেছিলেন। ১৩টি গোল এবং ৩টি অ্যাসিস্ট তাঁর নামের পাশে। কলিঙ্গ সুপার কাপের তিন ম্যাচে ৩ গোল ও ১ অ্যাসিস্ট করেছিলেন। ২০২২-২৩ আইএসএলে টানা পাঁচ ম্যাচে গোল করে নজির গড়েছিলেন।