Dimitri Petratos: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিমিত্রি, কবে ফিরবেন দলে?

Dimitri Petratos

এএফসি কাপের দুঃস্বপ্ন ভুলে গত ২রা ডিসেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দুর্বল হায়দরাবাদ এফসির মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ২ গোলের ব্যবধানে জয় পেয়েছিল সবুজ-মেরুন (Mohun Bagan)। যারফলে, ৫ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসে মোহনবাগান।

Advertisements

গত কয়েক ম্যাচের হতাশা ভুলে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে নিজেদের ছন্দে ফেরাই অন্যতম লক্ষ্য ছিল মেরিনার্সদের। তা মিলে যেতেই ফের খুশির আবহ দেখা গিয়েছিল বাগান সমর্থকদের মধ্যে। তবে দিমিত্রি পেট্রাতোস (Dimitri Petratos) ও মনবীর সিংয়ের মতো দুই দাপুটে ফুটবলার দলে না থাকায় শুরু থেকেই যথেষ্ট সাবধানী মেজাজে খেলতে দেখা গিয়েছিল বাগান ব্রিগেডকে। তবে সুযোগ বুঝে আক্রমনে উঠতে ভোলেনি হুগো বুমোসরা। তবে সেক্ষেত্রে বেশকিছু বাধার সম্মুখীন হতে হচ্ছিল বারংবার। তবে আক্রমণ থামায়নি কিয়ানরা।

এক কথায় বলতে গেলে দলের আক্রমণভাগ কিছুটা হলেও যেন ভোঁতা হয়ে গিয়েছিল। তবে সুযোগ বুঝে হুগো বুমোস ও আশিষ রাই প্রতিপক্ষের গোলে বল ঠেলে দিতেই বদলে যায় সকল সমীকরণ। আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। তবে এমন ঘটনা যে প্রতি ম্যাচে ঘটবে না তা ভালো মতোই বুঝতে পেরেছিলেন ফেরেন্দো। তাই যত তাড়াতাড়ি সম্ভব আক্রমণ ভাগের খেলোয়াড়দের মাঠে ফেরার দিকে নজর রাখছিলেন অনবরত। সেই অপেক্ষার অবসান ঘটল এবার। পরবর্তী ম্যাচ খেলার আগে যথেষ্ট ফিট থাকতে দেখা গেল ভারতীয় তারকা মনবীর সিংকে। অন্যদিকে, ধীরে ধীরে ম্যাচ ফিট হয়ে উঠছেন অজি তারকা দিমিত্রি পেট্রাতোস।

Advertisements

আজ সেই ছবি ধরা দেয় বাগান অনুশীলনে। যেখানে স্প্যানিশ বসের নির্দেশ মতো অনুশীলন চালাতে দেখা যায় দলের সকল ফুটবলারদের। বাদ যাননি তরুণ উইঙ্গার মনবীর সিং। তাই আসন্ন ম্যাচের মধ্যেই যে মাঠে ফিরতে চলেছেন এই ভারতীয় তরুণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।