মোহনবাগানের দিমি পেয়ে যেতে পারেন আরও এক সম্মান

Dimitri Petratos

দুর্দান্ত হ্যাটট্রিক থেকে শুরু করে জোড়া গোল, টানটান উত্তেজনাকর ম্যাচে ফিরতি গোল থেকে হারের মুখ থেকে ফিরে আসা, দুর্দান্ত হেডার থেকে ক্লাসিক ট্যাপ-ইন, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ মরসুমে মজুত ছিল সমস্ত উপাদান। লিগে প্রতি খেলায় গড়ে ২. ৭৬ গোল হিসেবে ৩৮৪ টি গোল হয়েছিল।

Advertisements

ফরোয়ার্ডরা তাদের নিজ নিজ দলের সাফল্যের জন্য চেষ্টা করেছেন পুরো দমে। কারণ তারা যে কোনও স্কোয়াডের মূল সম্পদ হিসাবে বিবেচিত হয়। তাদের অসাধারণ স্ট্রাইক, চোখ ধাঁধানো দক্ষতা, বক্সের ভিতরে এবং বাইরে মুভমেন্ট বিভিন্ন গোলস্কোরিং পরিসংখ্যানের একটি প্রমাণ।

ফ্যানস টিম অব দ্য সিজনের প্রথম ও দ্বিতীয় ধাপের ভোট শেষ হয়ে যাওয়ার পর শুক্রবার থেকে শুরু হওয়া তৃতীয় ভোটিংয়ের ধাপের সময় এসেছে। এই বিভাগে ফরোয়ার্ডদের বেছে নেবেন ভক্তরা। ফুটবল প্রেমীরা তিনজন ফরোয়ার্ড নির্বাচন করার করতে পারবেন। ৩-৪-৩ ফর্মেশনে সাজানো হবে দল। জেনে রাখা ভাল, ফেজ ৩ ভোটিং ২ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

Advertisements

আইএসএল ২০২৩-২৪ মরসুমে মোহনবাগান এসজি-র অসাধারণ সাফল্যের পিছনে পেত্রাতোস অন্যতম কারিগর হিসাবে আবির্ভূত হয়েছিল। তার উল্লেখযোগ্য আক্রমণাত্মক খেলা প্রভাব ফেলেছে বহু ম্যাচের ওপর। লিগে সর্বোচ্চ গোলে অবদান রাখার (১৭) সম্মানে ভূষিত হয়েছে এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড। ব্র্যান্ডন ফার্নান্দেজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সুযোগ তৈরি করার খেতাব (৬০) ভাগাভাগি করে নিয়েছে পেত্রাতোস।