‘খেলার মাঠেও অশান্তি হচ্ছে’, মোহনবাগানকাণ্ডে তৃণমূলকে নিশানা দিলীপের

শনিবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় সবুজ মেরুন শিবির (Mohunbagan)। মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে মোহনবাগান ক্লাবের সামনে ব্যাপক হাতাহাতিতে জড়াল দুই গোষ্ঠী।…

Dilip Ghosh

short-samachar

শনিবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় সবুজ মেরুন শিবির (Mohunbagan)। মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে মোহনবাগান ক্লাবের সামনে ব্যাপক হাতাহাতিতে জড়াল দুই গোষ্ঠী। ব্যাট, উইকেট লাঠি নিয়ে একে অপরকে চলে দেদার মারধর। এবার এই ঘটনায় ময়দান থানার হাতে গ্রেফতার হল ৪ জন।

   

অন্যদিকে এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এবার খেলার মাঠেও অশান্তি হচ্ছে। বাংলায় আর কী বাকি থাকল। ভুয়ো ডাক্তার সেজে আইএমএ-র ভোটে যাচ্ছে। ভোট রিগিং হচ্ছে। শুধু মোহনবাগানেই নয়, হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তুমুল অশান্তি। বাংলার সব জায়গায় রাজনীতি হচ্ছে। আমি আগেই বলেছিলান যে এখানকার ক্লাবগুলো রাজনীতির আখরা হয়ে গিয়েছে, সেটা ফের প্রমাণ হল। এর চেয়ে লজ্জার কী আর, যেখানে মোহনবাগানের নির্বাচন অবধি সুষ্ঠভাবে করা যাচ্ছে না।’

ধুন্ধুমার পরিস্থিতি সবুজ মেরুন তাঁবুতে

অন্যদিকে এই ঘটনার বিষয়ে মোহনবাগান ক্লাবের সচিব পদপ্রার্থী দেবাশিস দত্ত বলেন, ‘যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকে আমরা চিনি না। তারা কেউই মোহনবাগান ক্লাবের সদস্য নয়।’