এই ভারতীয় উইঙ্গারকে দলে টানার পথে ডায়মন্ড হারবার

বর্তমানে অনবদ্য ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গত বছর দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে প্রথম ডিভিশন আইলিগের ছাড়পত্র পেয়ে গিয়েছে বাংলার এই ফুটবল…

Bryce Brian Miranda

বর্তমানে অনবদ্য ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গত বছর দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে প্রথম ডিভিশন আইলিগের ছাড়পত্র পেয়ে গিয়েছে বাংলার এই ফুটবল ক্লাব। সেই ছন্দই এবার বজায় রয়েছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে। গ্ৰুপ পর্বে ভালো পারফরম্যান্স করার পর কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে ও দাপট দেখিয়েছে কিবু ভিকুনার ছেলেরা। গত বুধবার কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে পরাজিত করে এবারের ডুরান্ড কাপের ফাইনালে উঠে গিয়েছে জবি জাস্টিনরা। এক কথায় যা বিরাট বড় চমক।

Also Read | শেষ সুযোগের লড়াইয়ে প্রত্যাবর্তনের খোঁজে মেহরাজউদ্দিনের ছাত্ররা

   

এবার সেই ছন্দ বজায় রেখেই আগামী শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের ফাইনাল জিততে চাইবেন দলের ফুটবলাররা। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। লড়াইটা সহজ না হলেও একেবারে অসম্ভব নয়। তাই সবদিক মাথায় রেখেই এবার এগোতে চাইবেন সকলে। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা যাচ্ছে, এবারের এই ফুটবল মরসুমের কথা মাথায় রেখে আরও কয়েকজন ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে চলেছে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন।

Also Read | মহামেডান এখন অতীত, চেরনিশভের দিকে নজর এই ফুটবল দলের

Advertisements

এবার সেই তালিকায় ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ভারতীয় উইঙ্গার ব্রাইস মিরান্ডার নাম। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের। তবে গত সিজনের শেষের দিকেই লোন চুক্তির মধ্য দিয়ে তাঁকে দলে টেনেছিল বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব। তারপর থেকে হাবাসের ফুটবল দলের হয়েই খেলে আসছিলেন মহারাষ্ট্রের এই ফুটবলার। কিন্তু শোনা যাচ্ছে, প্রায় দুই বছরের চুক্তিতে হয়তো এবার তাঁকে দলে টানতে চলেছে কিবু ভিকুনার ক্লাব।

উল্লেখ্য, এই নয়া সিজনের কথা মাথায় রেখে গত কয়েক মাসে একের পর এক দাপুটে ফুটবলারদের দলে টেনেছে ডায়মন্ড হারবার। যাদের মধ্যে রয়েছেন লুকা মাজসেন থেকে শুরু করে মিকেল কোর্তাজার মতো বিদেশি ফুটবলারদের পাশাপাশি ম্যালরয় অ্যাসিসের মতো তারকারা। এবার সেই তালিকায় ব্রাইসের নাম যুক্ত হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।