বিএসএফের বিরুদ্ধে কতজন বিদেশি ফুটবলার? ফাঁস করলেন কোচ কিবু বিকুনা

Kibu Vicuna

ডুরান্ড কাপের অভিযান শুরুতেই নজর কাড়া পারফরম্যান্স সমর্থকদের মন জিতেছেন ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। প্রথম ম্যাচেই মহামেডানের বিপক্ষে লুকা মাজসেনের শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট ঘরে তুলেছে কিবু বিকুনার দল। চলতি ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে শুক্রবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তারা মুখোমুখি হবে বিএসএফের বিরুদ্ধে।

Advertisements

আসন্ন ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ডায়মন্ড হারবার শিবিরে। প্রথম ম্যাচ জয়ের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন কোচ কিবু বিকুনা। তবে একইসঙ্গে সতর্কতাও রয়েছে। বিএসএফের সম্পর্কে বেশি তথ্য না থাকলেও কিবু জানিয়েছেন, “ওরা ডুরান্ডে এখনও খেলেনি, তবে পাঞ্জাব লিগে ওদের কিছু ম্যাচ আমরা দেখেছি। মাঠ ভালো, কিশোর ভারতী সবসময় ভালো কন্ডিশনে থাকে। আশা করছি ভালো খেলা হবে, ভালো ফল পাব।”

দলের অন্যতম ভরসা মিকেল কার্তোজা এই ম্যাচে খেলবেন কিনা প্রশ্নে কিবু বলেন, “সম্ভাবনা আছে। কিন্তু আমরা ম্যাচের আগে সিদ্ধান্ত নেব সে খেলবে কিনা।” তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এই ম্যাচের পরেই মোহনবাগানের মতো বড় প্রতিপক্ষ। তাহলে কি কিছু পরিবর্তন দেখা যাবে একাদশে? কিবু বিকুনা এক কথায় জানিয়ে দিলেন, এখনই কোনও রকম পরীক্ষা-নিরীক্ষার জায়গা নেই। সঙ্গে স্প্যানিশ কোচ যোগ করলেন, “আমরা শুধু আগামীকালের কথা ভাবছি। ফুটবল মানে আগামীকালের তিন পয়েন্ট। ভবিষ্যতের জন্য কিছু তৈরি করা মানে হাওয়ায় দুর্গ বানানো।”

দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেইটনের পারফরম্যান্স নিয়েও উঠেছে প্রশ্ন। কিবুর ব্যাখ্যা, “সব খেলোয়াড়ের নিজস্ব টেম্পো থাকে। কারও শুরু থেকেই ছন্দ থাকে, আবার কারও মানিয়ে নিতে সময় লাগে। শুধু শারীরিক নয়, মানসিক, পরিবেশগত দিক থেকেও মানিয়ে নেওয়া জরুরি। ক্লেইটনও সময় পাবে, ওর মধ্যে সামর্থ্য আছে।”

Advertisements

প্রথমবার কিশোর ভারতীতে নামতে নামছে ডায়মন্ড হারবার। তবে কিবু বিকুনা এটাকে কোনও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। বরং খুশি এই সুযোগ পেয়ে। কোচ বলেন, “কিশোর ভারতী এমন এক মাঠ, যেটা আমাদের খেলার ধরনকে মানায়। আমরা পজিশন ফুটবল খেলতে চাই, পিছন থেকে বল চালাতে চাই, এবং আক্রমণে যেতে চাই। এই মাঠ তার জন্য আদর্শ।”

বিএসএফ এখনও টুর্নামেন্টে মাঠে নামেনি। ফলে তাদের শক্তি-দুর্বলতা পুরোপুরি জানা না গেলেও, নিজেদের পারফরম্যান্সে ভরসা রাখছে ডায়মন্ড হারবার। প্রথম ম্যাচের তিন পয়েন্টের পর এবার নজর আরও এক জয়ের দিকে। কারণ, এই ম্যাচই নির্ধারণ করে দিতে পারে তাদের কোয়ার্টার ফাইনালের পথ সহজ হবে কিনা।