ক্লাব একটা পরিবারের মতো। ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor FC) আত্মপ্রকাশের প্রথম দিন থেকে চমক দিয়েছে। এবারের কলকাতা ফুটবল লীগ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে অভিষেক ব্যানার্জীর ফুটবল ক্লাব। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও দৃষ্টান্ত স্থাপন করছে ডায়মন্ড হারবার এফসি।
গত বছর মারাত্মক চোট পেয়েছিলেন সুকুরাম সর্দার। ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। আর্মির বিপক্ষে ম্যাচে পেয়েছিলেন চোট। সেই চোট এখনও সারেনি। মাঠে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন তিনি। আরও মনের জোর পাচ্ছেন কারণ ক্লাব তার পাশে রয়েছে। সুকুরামকে ফিট করে তোলার দায়িত্ব কাঁধে নিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।
সুকুরাম সর্দারকে নিয়ে ছোটো একটি ভিডিও প্রকাশ করেছে ক্লাব। সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে ভিডিও। সেখানে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের এই ফুটবলার। সুকুরাম খেলেন মূলত আক্রমণভাগে। দল চাপে থাকলেও আক্রমণ তৈরি করে টিমকে লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসা তার কাজ। মাঠের বাইরে এখন সেটাই করছেন তিনি।
Sukuram Sardar's recovery is a testament to the power of resilience. With each day, he grows stronger and proves that nothing can hold him back.#DHFC #DumdaarHarBaarDiamondHarbour #CalcuttaFootballLeague #CFL #football #recovery pic.twitter.com/odH8VIGpUt
— DHFC (@dhfootballclub) July 31, 2023
চলতি কলকাতা ফুটবল লীগে দারুণ ফর্মে রয়েছে অভিষেক ব্যানার্জীর ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসি। এখনও পর্যন্ত একটি ম্যাচ তারা হারেনি। লীগ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে তারা। ৬ ম্যাচ খেলে ৫টি ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেয়েছে তারা। ড্র হয়েছে একটি ম্যাচে। ষোলো পয়েন্ট নিয়ে গ্রুপ ২- এর শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে মোহন বাগান সুপার জায়ান্ট।