Diamond Harbor FC: মোহনবাগানের ওপর চাপ বাড়ল কিবু ভিকুনার দল

কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনে চমক দিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor FC)। সুপার সিক্সে নিজেদের জায়গা নিশ্চিত করল তারা।

diamond harbor fc

কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনে চমক দিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor FC)। সুপার সিক্সে নিজেদের জায়গা নিশ্চিত করল তারা। আগামী দিনে লক্ষ্য মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনার মুখেও মোহনবাগানের বিরুদ্ধে হতে চলা ম্যাচের প্রসঙ্গে।

টালিগঞ্জ অগ্রগামীকে ৪-০ গোল হারিয়ে সুপার সিক্সে জায়গা পাকা করেছে ডায়মন্ড হারবার এফসি। ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট পেয়েছে দল। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে গোল করেছেন রাহুল পাসয়ান, তুহিন, বিক্রমজিত সিং এবং সুপ্রতিপ। এই নিয়ে নিজের নামের পাশে আট গোল তুলে নিয়েছেন রাহুল।

   

সুপার সিক্সে জায়গা পাকা করে উচ্ছ্বসিত কোচ কিবু ভিকুনা। অতীতে মোহনবাগানকে সাফল্য এনে দেওয়া স্প্যানিশ কোচ বলছেন, “ম্যাচের আধিপত্য রেখে আমরা জয় অর্জন করেছি। সব থেকে বড় কথা হল আমরা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। গোলের সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি। আপাতত মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের দিকে আমাদের লক্ষ্য। এই ম্যাচেও ভালো ফলাফল করার ব্যাপারে আমরা আশাবাদী।”

অন্য দিকে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে দেবাশীষ দত্ত সম্প্রতি দাবি করেছেন, জাতীয় শিবিরের জন্য একাধিক ফুটবলারকে ছেড়েছে দল। যার ফলে সাময়িক ভাবে সমস্যায় রয়েছে ক্লাব। এই পরিস্থিতির মধ্যে ক্লাব কলকাতা ফুটবল লীগে দল নামাবে কি না সে ব্যাপারে প্রশ্ন তুলে দিয়েছেন দেবাশীষ দত্ত। টুর্নামেন্টের শুরুটা বাগান ভালো করলেও সম্প্রতি তাদের ফর্ম ব্যহত হয়েছে।