কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) নিয়ে টানাপোড়েন অব্যাহত ময়দানে। এবার এই খেতাবকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। বঙ্গীয় ফুটবল ফেডারেশনের নয়া সূচি অনুযায়ী গত ১৩ ই ফেব্রুয়ারি দুপুরে কলকাতা লিগের বিজয়ী নির্ধারক ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নামার কথা ছিল ডায়মন্ড হারবার এফসির। কিন্তু এই ম্যাচ খেলা নিয়ে অনেক আগে থেকেই দেখা দিয়েছিল ব্যাপক অনিশ্চয়তা।
স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে কলকাতা লিগের ম্যাচ খেলা যে সম্ভব নয় সেই কথা নাকি আগেই জানানো হয়েছিল ডায়মন্ড হারবারের তরফে। সেজন্য, গত বৃহস্পতিবার মাঠে আসেনি এই ফুটবল ক্লাব। যারফলে নির্ধারিত ম্যাচের সময়ের থেকে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন কমিশনারেট। তাই নিয়ম অনুযায়ী অনেকেই মনে করেছিল যে এবার হয়তো ওয়াক ওভার পেতে চলেছে ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী দেখলে মরসুমের প্রথম ট্রফি আসার কথা ছিল লাল-হলুদ তাঁবুতে। কিন্তু ট্রফি নিয়ে আসা যে খুব একটা সহজ হবে না তাঁর ইঙ্গিত মিলেছিল বেশকিছুদিন আগেই। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে ফেডারেশনের এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা শোনা গিয়েছিল ডায়মন্ড হারবার কতৃপক্ষের তরফে।
অবশেষে সেটাই হলো এবার। বুধবার বিকেলে সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, এই প্রিমিয়ার ডিভিশন লিগের চ্যাম্পিয়ন নির্ধারণ করাকে কেন্দ্র করে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা আদালতের দ্বারস্থ হয়েছিল নরহরি শ্রেষ্ঠাদের ফুটবল ক্লাব। সেই অনুযায়ী এখনই ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে কলকাতা ফুটবল লিগের বিজয়ী ঘোষণা করার স্থগিতাদেশ এসেছে আদালতের তরফে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। যতদূর খবর, আগামী ১৯ শে মার্চ পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশিকা। তাহলে কি এবার মাঠে নামতে চলেছে ডায়মন্ড হারবার এফসি ?
সেই নিয়েই উঠতে শুরু করেছে ব্যাপক জল্পনা। বলাবাহুল্য, গত ১৩ই ফেব্রুয়ারি ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি ১৮ই ফেব্রুয়ারি কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ও খেলতে নামেনি কিবু ভিকুনার দল। স্বাভাবিকভাবেই পরিতক্ত ঘোষণা করা হয়েছিল এই ম্যাচ। এমন পরিস্থিতিতে আদালতের নির্দেশের পর মাঠে নেমেই কি তাহলে ট্রফি জয় করতে চাইছে বাংলার এই ফুটবল ক্লাব? সেদিকেই নজর থাকবে সকলের।