CFL: অমীমাংসিত ফলাফল, জবির গোলে হার বাঁচাল ডায়মন্ড হারবার

কলকাতা: কলকাতা ফুটবল লিগের (CFL) দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ডায়মন্ড হারবার এফসি। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, বৃহস্পতিবার বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে বেহালা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল…

DHFC CFL 2024

কলকাতা: কলকাতা ফুটবল লিগের (CFL) দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ডায়মন্ড হারবার এফসি। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, বৃহস্পতিবার বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে বেহালা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল কিবু ভিকুনার ছেলেরা। শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত থাকল এই ফুটবল ম্যাচ। আজ বিএসএস এর হয়ে গোল করেন সুকুরাম সর্দার। অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসির হয়ে গোল পান জবি জাস্টিন।

যারফলে, দুই ম্যাচ খেলে চার পয়েন্ট পেল ডায়মন্ড হারবার। এই ম্যাচের শুরু থেকেই কিছুটা ছন্নছাড়া ফুটবল খেললেও পরবর্তীতে আক্রমনাত্মক ভঙ্গিমায় দেখা যায় ডায়মন্ড হারবার এফসিকে। ম্যাচ যত এগিয়েছে প্রতিপক্ষের রক্ষণভাগ ঝড় তুলতে থাকে আক্রমণভাগের ফুটবলাররা।

   

যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল বিএসএস এর গোলরক্ষক অভিজিৎ করকে। তবে সময়ের সাথে সাথে পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে বেহালা স্পোটিং ক্লাব তথা বিএসএস। প্রথমার্ধের শেষের দিকে এসে গোল করেন সুকুরাম সর্দার। প্রথমার্ধের শেষে ১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে বেহালার এই ফুটবল ক্লাব।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়তে শুরু করে ডায়মন্ড হারবার এফসি। একাধিকবার গোলের সহজ সুযোগ এলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। তারপর ম্যাচের ঠিক ৮৬ মিনিটের মাথায় বিএসএসের ডিফেন্ডারদের টেক্কা দিয়ে গোল করে যান জবি জাস্টিন।

সমতায় ফেরে ডায়মন্ড হারবার। নব্বই মিনিটের পর রেফারির তরফে অতিরিক্ত ১২ মিনিট সময় সংযুক্ত করা হলেও আর গোলের দেখা মেলেনি।