DHFC: গোলের পর গোল, প্রত্যাশা বাড়াচ্ছে ডায়মন্ড হারবার এফসি

শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024)। অংশ নিতে চলা সব দলই শুরু করে দিয়েছে প্রস্তুতি। কিছু দল ইতিমধ্যে খেলেছে অনুশীলন ম্যাচ। প্রস্তুতি…

DHFC

শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024)। অংশ নিতে চলা সব দলই শুরু করে দিয়েছে প্রস্তুতি। কিছু দল ইতিমধ্যে খেলেছে অনুশীলন ম্যাচ। প্রস্তুতি ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি (DHFC)।

Sunil Chhetri: সুনীল ছেত্রীকে উৎসর্গ করে খিদিরপুরের বিশেষ জার্সি

   

ইতিমধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে ডায়মন্ড হারবার এফসি। দু’টি ম্যাচেই করেছেন বেশ কিছু গোল। কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ডায়মন্ড হারবার এফসি জিতেছে ৩-২ গোলে। এরিয়ানের বিরুদ্ধে জয়ের ব্যবধান ৬-১। দু’টি ম্যাচেই গোল পেয়েছেন ডায়মন্ড হারবার এফসির দুই অভিজ্ঞ ফুটবলার নরহরি শ্রেষ্ঠা ও রাহুল পাসোয়ান।

গতবারের কলকাতা ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসি ভাল পারফরম্যান্স করে দেখিয়েছিল। দল ছিল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। ২০২৩ সালের স্কোয়াডের অধিকাংশ ফুটবলরোকে ধরে রেখেছে ক্লাব। এবারেও ডায়মন্ড হারবারের হয়ে মাঠে নামবেন একাধিক তারকা ফুটবলার। সেই সঙ্গে রয়েছেন একাধিক তরুণ ফুটবলার।

Joni Kauko: মোহন-তরীকে বিদায় জানানোর পথে জনি কাউকো!

কিবু ভিকুনাকে সামনে রেখেই কলকাতা ফুটবল লিগের দল সাজিয়েছে ডায়মন্ড হারবার এফসি। ফুটবলারদের পাশাপাশি আই লিগ জয়ী কোচকে নিয়েও প্রত্যাশা রয়েছে। বাঙালির ফুটবল নিয়ে তিনি ওয়াকিবহাল। ডায়মন্ড হারবার এফসি তাঁর কোচিংয়ে আসন্ন কলকাতা ফুটবল লিগেও ভাল ফলাফল করবে বলে ফুটবল প্রেমীরা আশা করছেন। কিবুর ফুটবল দর্শন কলকাতা ময়দানে অজানা নয়- প্রত্যেক প্রতিপক্ষকে সমান গুরুত্ব দিয়ে মাঠে নামা এবং জয় লাভ করা।