ভারতীয় ফুটবল পরিস্থিতি ও যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে হতাশ দেবজিত

Debjit Majumder byte before joining new club

শেষ কয়েক মাস ধরেই ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল (Indian football crisis)। ফিফা তালিকার বিপর্যয়ের পাশাপাশি অনিশ্চয়তার মধ্যে রয়েছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। গতবার পরিকল্পনা মাফিক সমস্ত কিছু আয়োজিত হলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। চলতি মাসের শুরুতেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। যারফলে আদৌও কবে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ সহ দেশের অন্যান্য ফুটবল টুর্নামেন্ট গুলি সেটা এখনও স্পষ্ট নয়। যারফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে ক্লাব গুলি। ইতিমধ্যেই দায়িত্ব ছেড়ে অন্যত্র যোগ দিতে দেখা গিয়েছে বেশকিছু কোচ ও ফুটবলারদের।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে এই নিয়ে একের পর এক বৈঠক আয়োজিত হলেও এখনও মেলেনি কোনও সমাধান সূত্র। গত কয়েকদিন আগেই আইএসএলের ক্লাব জোটের তরফে ফেডারেশনে বিশেষ চিঠি প্রেরন করেছিলেন বিনয় চোপড়া। যদিও তাঁর চিঠির উত্তর দিতে দেরি করেনি এআইএফএফ। কিন্তু কবে মিলবে সমাধান এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। এসবের মাঝেই শনিবার সকালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল গোট কনসার্ট শতদ্রু দত্তের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন তারকা তথা গতবারের বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসি।

   

এছাড়াও ছিলেন রদ্রিগো ডি পল সহ লুইস সুয়ারেজের মতো তারকারা। কিন্তু সেখানে ও দেখা যায় চরম বিশৃঙ্খলা। ক্ষোভের বশবর্তী হয়ে স্টেডিয়াম জুড়ে ভাঙচুর চালাতে দেখা যায় ফুটবলপ্রেমীদের একটা বিরাট অংশকে। সেই নিয়েই চরম হতাশা প্রকাশ করলেন লাল-হলুদ গোলরক্ষক দেবজিত মজুমদার। বেশকিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই কনসার্টের ছবি আপলোড করে তিনি লেখেন, ‘ মেসির সফরের সময় কলকাতায় এমন ব্যাপক অব্যবস্থাপনা দেখে আমি হতাশ। ফুটবলের প্রতি ভালোবাসা সুন্দর, কিন্তু নিরাপত্তার সাথে কখনোই আপস করা উচিত নয়।
এবং অবশ্যই, যে ভক্তরা এত দূর থেকে এসেছিলেন, অথচ মেসিকে দেখতে না পেরেই ফিরে যেতে হলো, তাদের প্রতি এটি ছিল চরম অন্যায়।’

পাশাপাশি নিজের সোশ্যাল সাইট স্টোরিতে তিনি আরও লিখেছিলেন, ‘ ফুটবল পরিকাঠামো আরও একবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসএল নেই, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নেই, আর এখন এই বিশৃঙ্খলা, কে দায়ী?’ তাঁর এমন মন্তব্য যথেষ্ট নজর কাড়ছে বাংলার ফুটবলপ্রেমীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন