SAFF U-16: ইয়ং টাইগ্রেসরা নেপাল ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া

India SAFF U-16 Women's Championship

মঙ্গলবার বাংলাদেশের কাছে ১-৩ গোলে হতাশাজনক পরাজয়ের পরে ভারত ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। সাফ অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের (SAFF U-16 Women’s Championship) ফাইনাল স্পট নিশ্চিত করতে চাইবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ৭ মার্চ, ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে দুপুর ২ টো ৪৫ মিনিটে আয়োজক নেপালের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।

দলের প্রধান কোচ বিবি থমাস বলেছেন, ‘হারের পর খেলোয়াড়রা অবশ্যই হতাশ। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে দল আত্মবিশ্বাসী ছিল। কিন্তু একটি ছোট ভুল বাংলাদেশকে শুরুতেই লিড নেওয়ার সুযোগ করে দিয়েছিল। মেয়েরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিল। ম্যাচে ফেরার চেষ্টা করার জন্য আমাদের হাতে তখনও ৮০ মিনিটেরও বেশি সময় ছিল। শুরুর ধাক্কার পর আমাদের ছন্দে ফিরতে সময় লেগেছে এবং দ্বিতীয়ার্ধে আমরা সমতাসূচক গোল করেছি, কিন্তু রক্ষণাত্মক ভুলের কারণে আমরা আবার গোল হজম করেছি।’

   

ইয়ং টাইগ্রেসরা ম্যাচের বেশিরভাগ সময় ম্যাচের দখল নেওয়ার চেষ্টা করেছিল। যতটা আশা করা হয়েছিল খেলতে পারেনি ভারত। থমাসের বিশ্বাস, দলের মেয়েরা নেপালের বিরুদ্ধে অনেক ভালো পারফর্ম করতে পারবে।

“আমরা বাংলাদেশের চেয়ে অনেক বেশি আক্রমণের সুযোগ তৈরি করেছিলাম এবং আমাদের একটার চেয়ে বেশি গোল করা উচিৎ ছিল। পজিশনের দিক থেকে আমরা এগিয়ে ছিলাম, কিন্তু কমিউনিকেশনের অভাব ছিল। এরকম অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এই প্রথম এমন পরিবেশে খেলছে মেয়েরা। অনুশীলন আর আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পার্থক্য আছে।’ দুই ম্যাচের মধ্যে মাত্র ৪৮ ঘণ্টার বিশ্রাম। আগামী ম্যাচের জন্য দ্রুত নিজেদের গুছিয়ে নিতে হচ্ছে।

যেহেতু নেপালের চেয়ে ভারতের গোল ব্যবধান ভালো, তাই ইয়ং টাইগ্রেসদের ফাইনালে ওঠার জন্য একটি পয়েন্টই যথেষ্ট হবে। তবে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত। কোচের কথায়, ‘মেয়েরা সব ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার মানসিকতা নিয়ে নেপালে এসেছে। গত ম্যাচে সব কিছু পরিকল্পনা অনুযায়ী না চললেও এই পরাজয়কে মানসিকভাবে আমাদের দুর্বল করতে পারবে না। আমরা ভুলগুলো শুধরে নিতে আগ্রহী।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন