
ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী হায়দরাবাদ এফসিকে হারিয়ে তৃপ্ত মোহনবাগান ( ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দো। তৃপ্ত হওয়ার কারণও আছে যথেষ্ট। এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের কারণে আইএসএলে লিগ টপার হওয়ার সুযোগ হাতছাড়া হওয়া সঙ্গে সবুজ মেরুন সমর্থকদের হতাশা দু’ইর জোড়া ফালায় অস্বস্তি ছিল গোটা সবুজ মেরুন শিবির।
ঘরের মাঠে কাঙ্ক্ষিত জয় পাওয়ায় খুশি হলেও ম্যাচে মনবীর সিংর চোট পেয়ে মাঠ ছাড়া,দিমিত্রি পেট্রাটোসের না খেলা নিয়ে অস্বস্তির কাটা গেঁথে রয়েছে মেরিনার্স ক্যাম্পে।এই নিয়ে খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ATKমোহনবাগান কোচ জানান,” অনুশীলনে দিমি খুব একটা ভাল বোধ করছিল না। তাই ওর পক্ষে আজ মাঠে নামা খুবই কঠিন ছিল। দেখা যাক ও কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মনবীরের স্ক্যান রিপোর্টে কী বেরোয়, তা দেখতে হবে।” সবুজ মেরুন বিগ্রেড কার্যত মিনি হাসপাতালের চেহারা নিয়েছে এমনটা স্বীকার করে নিয়ে ফেরান্দো জানিয়েছে, “এখন আমাদের ছ-সাতজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট রয়েছে। কয়েকজনের হালকা চোটও রয়েছে। যদিও এগুলো ফুটবলের অঙ্গ। তবে আমাদের দলে অনেক ভাল ভাল ফুটবলার আছে। মনবীর না পারলে কিয়ান, কিয়ান না পারলে ফারদিন, সেও না পারলে রাণা। ২৬ জনের দল আমাদের। সবাইকে নিয়েই আমি খুশি।”
হুগো বাউমাসদের পরের ম্যাচ ডিসেম্বরের ৩ তারিখ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শ্রী ক্রান্তিরাভা স্টেডিয়ামে। গোটা স্কোয়াড এখন বিএফসি ম্যাচ নিয়ে অঙ্ক কষতে চাইছে এমনটাই বলে দিয়েছেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ১-০ গোলে জেতার কারণে আইএসএল লিগ টেবলে ছয় থেকে চার নম্বরে উঠে এসেছে ATKমোহনবাগান। এমন অবস্থায় সবুজ মেরুন খেলোয়াড়দের চোটমুক্ত হয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা সবথেকে বড়ো চ্যালেঞ্জ কো ফেরান্দো এবং স্কোয়াডের কাছে।










