HomeSports NewsNeeraj Chopra: দোহায় ডায়মন্ড লিগে ইতিহাস গড়লেও স্বপ্ন অধরা নীরজের

Neeraj Chopra: দোহায় ডায়মন্ড লিগে ইতিহাস গড়লেও স্বপ্ন অধরা নীরজের

- Advertisement -

দোহায় ডায়মন্ড লিগে জ্যাভিলিন ছুড়ে ফের ইতিহাস লিখলেন সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। দোহায় তাঁর জ্যাভিলিন থামল ৮৮.৬৭ মিটারে।

গতবছরও এই লিগে প্রথম পদক জিতেছিলেন নীরজ। সামনে এশিয়ান গেমস, তার আগে এই সাফল্য উপরি পাওনা। দোহার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথমবার জ্যাভলিন যায় ৮৮.৬৭ মিটার।

২০২২ সালে জুরিখের ডায়মন্ড লিগে সফলতা পেয়েছিলেন নীরজ।টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। কিন্তু আফসোস ছিল ৯০ মিটারের গণ্ডি পেরোতে না পারায়। সেই থেকে তাঁর একটাই লক্ষ্য ছিল ৯০ মিটার জ্যাভলিন ছোড়া।

   

শুক্রবার মোট ৬ বার জ্যাভলিন ছোড়েন। প্রথমবার সেটা যায় ৮৮.৬৭ মিটার। বাকিগুলো অতিক্রম করে যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার ও ৮৬.৫২ মিটার।

ম্যাচ শেষে সোনার ছেলে নীরজ বলেন, ‘ এখনও আমি নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

নীরজের এই সাফল্যে উৎসাহিত গোটা দেশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর অভিনন্দন জানিয়ে টুইটে লেখেন, ‘নীরজ দেশের মুখ উজ্জ্বল করেছেন। দেশকে নতুন করে সম্মানিত করেছে। নীরজই হল আদর্শ চ্যাম্পিয়ন।’

সুহেম বিন হামাদ স্টেডিয়ামে গ্যালারিতে ভারতীয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে নীরজ বলেন, ‘অনেক মানুষ আজ আমায় সমর্থন জানাতে গ্যালারিতে এসেছিলেন। তাঁদের আনন্দ দিতে পেরে আমি খুশি।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular